কারও ফরজ গোসল ঠিক না হলে ওজু হবে না আর ওজু না হলে নামাজ হবে না। সুতরাং গোসলের মাসায়েল (অর্থাৎ নিয়ম কানুন) জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরী।
গোসলের মাসায়েল:
গোসল ওয়াজিব হওযার কারণ চারটি।
১। বীর্য বের হওয়া। (জাগ্রত অবস্থায় হোক বা ঘুমন্ত অবস্থায় হোক। ছেলেদের হোক বা মেয়েদের হোক)
২। পুরুষাংগ স্ত্রীলিংগের মধ্যে প্রবেশ করা। (শুধু অগ্রভাগ প্রবেশ করাই যথেষ্ট। কোন কিছু বের হোক বা না হোক)
৩। হায়েজ। (অর্থাত হায়েজ থেকে পবিত্র হলে গোসল করা ওয়াজিব)
৪। নেফাস। (অর্থাত হায়েজ থেকে পবিত্র হলে গোসল করা ওয়াজিব)
গোসলের ফরজ তিনটি
১। গড়গড়া করে কুলি করা।
২। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌছানো।
৩। সমস্ত শরীরে পানি ভালভাবে পৌছানো।গোসলের মাসায়েল
গোসল ওয়াজিব হওযার কারণ চারটি।
১। বীর্য বের হওয়া। (জাগ্রত অবস্থায় হোক বা ঘুমন্ত অবস্থায় হোক। ছেলেদের হোক বা মেয়েদের হোক)
২। পুরুষাংগ স্ত্রীলিংগের মধ্যে প্রবেশ করা। (শুধু অগ্রভাগ প্রবেশ করাই যথেষ্ট। কোন কিছু বের হোক বা না হোক)
৩। হায়েজ। (অর্থাত হায়েজ থেকে পবিত্র হলে গোসল করা ওয়াজিব)
৪। নেফাস। (অর্থাত হায়েজ থেকে পবিত্র হলে গোসল করা ওয়াজিব)
গোসলের ফরজ তিনটি
১। গড়গড়া করে কুলি করা।
২। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌছানো।
৩। সমস্ত শরীরে পানি ভালভাবে পৌছানো।