somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পছন্দের কিছু গান ও লিরিকের ইন্টারপ্রিটেশন

০৬ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ছোটবেলা থেকেই আমি গানের পাগল । আমার গান শোনা শুরু হয় অনেক ছোট বেলায়। শুরুটা হয়েছিলো অনেক তাড়াতাড়ি-ই । ছোটবেলা দেখতাম মেজখালামনি রবীন্দ্র সংগীত, রুনা লাইলা আর বেবী নাজনীন শুনত, রুনা লাইলার ‘যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক’ এই গানটার কথা মনে পড়ে -শুনতে শুনতে পইচা গেলেও খালামনি বোধ হয় আরো বেশি বেশি পচাইতে ভালো পাইতো । ক্লাস এইটের দিকে, বাসায় তখনো কম্পিঊতার আসেনি । পড়াশুনার জন্য খুব কম গান শুনতে পাইতাম । হার্ড মিউজিক নট পারমিটেড । সফট রক সুনতাম কিছু । সেইসময় মানিক ভাইয়া (মামাত ভাই) ভাইকিংস, ওয়ারফেজ, মেটালিকা, মাকসুদ, ডিফারেন্ট টাস, ব্যাক স্ট্রিটবয়েজ, ওয়েস্ট লাইফ সুনত বেশি । সে সুবাদেই ধীরে ধীরে আমার পছন্দের জেনারের হাতেখড়ি । কম্পিউটার আসলো বাসায় । তখনি আমার প্রকৃত গানজীবন শুরু । ‘নভেম্বর রেইন’এর মিউজিক ভিডিও তে ধুলোর উপর বাজানো স্লেশের সলোটা ও সাথে তার পাঠ দেখলেই মন মেজাজ চাঙ্গা হইয়া যাইতো । ইন্টার আর ভার্সিটিতে আসার পর দেখলাম- দাঁত দিয়ে বাজানো, ঘাড়ের পিছনে নিয়ে বাজানো ! কোন ব্যাপার-ই না । ধীরে ধীরে ক্রেজী হয়ে গেলাম মেটালে । কলেজে থাকতে তো মোটামোটি ফ্রিক হয়ে গিয়েছিলাম। আমার ভার্সিটি লাইফের খুব ক্লোজ ফ্রেন্ডরাই ছিল ক্যাম্পাসের ভাল গায়ক আর বাদক । মেকানিকাল ইঞ্জিনিয়ার হওয়ার পাসাপাশি আমি হয়ে গেলাম একজন হার্ডকোর, ডাইহার্ড মেটাল ফেন । মেলোডিক ডেথ, গথিক, কিছু টেকনিক্যাল ডেথ মেটাল, সিম্ফোনিক ব্লাক মেটাল –এই গুলোই আমার ফেভ জেনার ।

কিছুটা নষ্টালজিক হয়ে গিয়েছিলাম গান নিয়ে পোষ্ট লিখতে গিয়ে । তাই আজাইরা প্যাচাল পাড়া শুরু কর্ছিলাম । ফেভারিট জেনার নিয়ে নষ্টালজিয়া নয়, এই পোষ্ট আসলে আমার কিছু ফেভারিট গান (নট যাষ্ট মেটাল) নিয়ে । স্পেসিফিকলি পছন্দের কিছু গানের লিরিকের ইন্টারপ্রিটেশন নিয়ে । প্রিয় সব গানের পেছনে কোন না কোন কাহিনী থাকে, অথবা খুব অসাধারণ কোন একটা সময়ের সাথে কোনভাবে জড়িয়ে থাকা নিতান্ত সাধারণ একটা গানও অসাধারণ হয়ে যায় । আবার সময়ের পরিবর্তনের সাথে এক একটা গান এক এক সময় ভালো লাগে, তারপরও কিছু অসাধারণ গান আছে যেগুলো অল টাইম হিট। কিছু গান প্রিয় হয় শুধু কম্পোজিশান এর জন্য নয়, বরং কিছু গানে কোন না কোনভাবে টুকরো টুকরো স্মৃতি জড়িয়ে থাকে, যখন শুনলে আবারো নানা রঙের সুখ-দুঃখের দিনগুলোতে ফিরতে ইচ্ছা করে। পুরনো দিনের ফেলে আসা সুখকর স্মৃতি রোমন্হনে নস্টালজিক মন নিয়ে এগুলো জীবনের গান । এ ক্ষেত্রে লিরিক আমার কাছে অত্যন্ত গুরুত্বপুর্ন । মিউজিক আর লিরিকের একটা রিসিপ্রোকাল রিলেশন আছে, একটা আরেকটার পাওয়ার আর ডেপথ ইনক্রিজ করে ।



ব্রোকেনঃ

ডাউনলোড এম্পিথ্রি অথবা ডাউনলোড এম্পিথ্রি

ইউটিউব

লিরিক্স

গানটা প্রকৃতপক্ষে, সিদার ব্যান্ডের লিড ভোকাল শন মর্গানের কন্যা জেড কে নিয়ে । তবে আমার নিজের দৃষ্টিকোন থেকে মুল থিম উপস্থাপনের চেষ্টা করেছি এভাবেঃ

‘তুমি যদি জানতে, ইচ্ছে বিলাস গুলো আমার, তোমার আনন্দোচ্ছাস জুড়ে, চুপিসারে ছিনিয়ে মনোবেদনা গুলো তোমার, জ্বালাতাম আলোর প্রদীপ হৃদয়াবেগে ।হারিয়ে নদীর বিশালতা, শুকিয়ে গেছে গভিরতা, তোমার প্রতিবিম্ব ধারন করে হৃদয়ের ক্যানভাসে, বিষন্ন সন্ধ্যায় পুড়ছে হৃদয় অবসরে, ডূবে আছি আজো বিষাদের অতলে ।


রাতের ঠোটে জ্বলছে চূরুট
জমছে স্মৃতির আস্তরন
বিনিদ্র রাতের স্মৃতিপটে
তুষারপাতের শিহরন

বিষাদ তরঙ্গ আছড়ে পড়ে
শূন্যতার বেলাভুমে
জলের হৃদয়ে অন্ধকূপে
বইছে শীতল সমীরণ !

আঁধারের রঙ ঘনীভূত হয়
বিষণ্নতার আঁচল ছুঁয়ে
নদীতীরে বেলাভুমে
ঘনকুয়াশার ধূসর ভোরে

ঊষার আকাশ যেন আজ
মেঘে ঢাকা এক অযাচিত ক্ষণ
বাঁধন হারা বারিধারায়
পরিব্যাপ্ত পাংশু মনোগগন

জোয়ার ভাটায় ক্ষরনের ছাপ
স্মৃতির দেয়ালে নির্জনতার বিলাপ।



নভেম্বর রেইনঃ


ডাউনলোড এম্পিথ্রি

ইউটিউব

লিরিক্স

“নভেম্বর রেইন” আমার শোনা সবচেয়ে অধিক উপভোগ্য ও মনোমুগ্ধকারী রক ব্যালাড, প্রায় ১.৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত অসাধারন মিউজিক ভিডিওটা দৈর্ঘ্যে ৯ মিনিট ১২ সেকেন্ড । গীর্জার বাইরে ধুধুমাঠ প্রান্তরে গীটারে ঝড় তোলার দৃশ্যে স্লাসের বাজানো সলোটা যারা শুনেছে আজীবন সেটা তার মনে থাকার কথা । হঠাৎ করে পিয়ানোর উপর দাড়িয়ে গিটার প্লেয়িং...আহ! ব্যাপক পাঠের একটা দৃশ্য । কিন্তু সেই বয়সে “ইফ ইউ ওয়ান্না লাভ মি,দ্যান ডার্লিন ডোন্ট রিফ্রেইন,অর আ'ল জাস্ট ইন্ড আপ ওয়াকিন ইন দ্য কোল্ড নভেম্বর রেইন” এই কথাটাকেও অবহেলা করা সম্ভব হয়নি আমার । অ্যাক্সেল রোজের কন্ঠে বৃষ্টির রিমঝিম শব্দে ভয়ংকর বিষাদ ।

শুরুটা অনেকটা এভাবে-

তোমার চোখে তাকিয়ে দেখি ‘সর্বস্বত্ব সংরক্ষিত’
খুঁজে পাইনা তোমায় শুধুই আমার অবয়বে,
ম্লান মুখে শুধুই অবশাদ নিষ্প্রভ চাপা অভিমানে,
এ যেন পাংশু মেঘের বিবর্ণতার অনুভুতি-দেয়াল।


কোন কিছুই চিরন্তন নয় এবং বুঝতেই পারছ
হৃদয়ে হতে পারে প্রবল বর্ষণ, নাড়ীর অধিকম্পও হ্রাস পায়,
অনুভুতিও পাংশুবর্ণ হয়ে যায় যেমন স্মৃতি রং বদলে হয় বিশ্মরন
এবং নভেম্বরের প্রবল বৃষ্টিতে স্নিগ্ধোজ্জ্বল মোমবাতিও নিভুনিভু ।


জিশুর চোখ থেকে গড়িয়ে পড়া রক্ত, কফিনের উপর লাল গোলাপ বৃষ্টির পানিতে ধুয়ে সাদা হয়ে যায় প্রানহীন মৃতদেহের মত, ধুধুমাঠ প্রান্তরে বসে একাকী পিয়ানো বাজানোর পরের দৃশ্যেই কনসার্ট হলের দৃশ্য, এসব মিউজিক ভিডিওটাকে একটা সুররিয়াল আমেজ প্রদান করে । ‘কোল্ড নভেম্বর রেইন’ কোন সম্পর্কের কঠিন সময়গুলোকেও ইন্ডিকেট করতে পারে । কম্পলিকেসি গুলো আসলে আমাদের কাঙ্খিত নয় । কিন্তু এই তিক্ত অভিজ্ঞতাগুলোর স্বাদ আমাদের পেতে হয় ।


সুইট অ্যাম্বারঃ


ডাউনলোড এম্পিথ্রি

ইউটিউব

লিরিক্স

এটা মেটালিকার ‘সেন্ট আংগার’ আল্বামের একটা পাওয়ার ব্যালাড । এই গানটা জেমস এর প্রচন্ড অ্যালকোহল আসক্তি নিয়ে লেখা! যদিও আপাদ দৃষ্টিতে মনে হতে পারে গানটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে । জেমস হার্ড ড্রাগস আসক্ত কখনই ছিল না! আম্বার এখানে মেটাফর! বিয়ার আর হুইস্কি এর রং আম্বার এবং অ্যালকো্লের একটা স্ট্রিটনেম আম্বার!সুইট এখানে অ্যাডিকশন বা আসক্তিকে ইন্ডিকেট করে! গানে অ্যালকোহল কতটা ভয়ঙ্কর হতে পারে তার বর্ননা রয়েছে!

‘Chase the rabbit, fetch the stick
She rolls me over 'till i'm sick
She deals in habits, deals in pain
I run away, but i'm back again’

আসক্তি তাকে কন্ট্রোল করছে!


ওয়াস্টেড টাইমঃ


ডাউনলোড এম্পিথ্রি

লিরিক্স

ইউটিউব

স্কিড রো এর সেকেন্ড অ্যাল্বাম ‘স্লেভ টু দ্য গ্রাইন্ড এর সবশেষের ট্রাক ‘ওয়াস্টেড লাইফ’ । ‘ওয়াস্টেড লাইফ’ এক্সিলেন্ট একটি পাওয়ার ব্যালাড । আল্বামের তিনটা ব্যালাড এর মাঝে বেষ্ট, ফর শিউর । অ্যামাজিং ভোকাল আর লিরিক্স । প্রথমে শুনে এটাকে রোমান্টিক অথবা প্রেমিকদের রিলেশন কম্পলিকেসি বেসড গান মনে করতে পারেন । আমার মনে হয়েছিল গান টা ভোকাল সেবাস্টিয়ান বেকের স্কুল ফ্রেন্ড ও তার ড্রাগ আডিকশনকে নিয়ে । "You said you'd never let me down, but the horse stampedes and rages"-হেরোয়িনের একটি স্ট্রিট নেম ঘোড়া । গানের মিউজিক ভিডিওতে শেষের দিকে বাথরুমে হেরোইন গ্রহনের দৃশ্য রয়েছে ।

নেট ঘেটে পরে নিশ্চিত হলাম, ভোকাল সেবাস্টিয়ান বেকের বন্ধু এবং গান্স অ্যান্ড রোজেস এর ড্রামার স্টিভেন আডলারের ড্রাগ আডিকশন নিয়ে গানটির মুল থিম গড়ে উঠেছে । গানটিতে বন্ধুত্বের আবেগ, ভালবাসাকেও রিপ্রজেন্ট করা হয়েছে "Can you feel me inside your heart as it's bleeding? Why can't you believe you can be loved?"


হোয়ার ডু উই ড্র দ্যা লাইনঃ

ডাউনলোড এম্পিথ্রি

ইউটিউব

লিরিক্স

গানটি আমার অত্যন্ত ফেভারিট ফিনিশ রক ব্যান্ড দল ‘পোয়েটস অব দ্য ফল’ এর । তাদের ৩য় অ্যালবাম “Revolution Roulette” এর ১১ তম ট্রাক । স্থায়িত্বকাল ৫:০৯ । লিরিক্স আর কম্পোসিশন মিলিয়ে আমার প্রচন্ড রকম ভাললাগা একটা ব্যালার্ড । এই গানটা আমার বাতে একাকীত্বের গান । লিরিকটার প্রতিটা লাইনেই মেসেজ রয়েছে । গানটাকে নিজে মত উপস্থাপন চেষ্টাঃ


নিয়তির জ্যামিতি

দুচোখে মনবাঞ্চা পুরনের অদম্য বাসনা
শিকারী হায়নার দৃষ্টিতে হরিনের মাংস
সপ্তষীর ট্রাপিজিয়াম রুপান্তরিত কফিনে ।

মহাকালের শৃঙ্খল ভেঙে পড়ছে
ক্ষয়ে যাচ্ছে কালের প্রাগৈতিহাসিক প্রস্তর
ছিন্ন করে প্রতিক্ষার প্রহর , ময়ুরপুচ্ছ ধারন করেছে কালেরধারা ।

সবাই যেন ইতিহাসের ন্যাকড়ার পুতূল
শ্লোক যেন তোতাপাখির আওড়ানো বুলি
মহাকালের মঞ্চে মঞ্চস্থ প্রহসন ।

পূর্নিমার রাতের মেঘঢাকা আকাশ যেন
ধ্রুপদী আধাঁরে আচ্ছন্ন অস্তগামী প্রতিবিম্ব,
অবরুদ্ধ আগামীর অভিব্যাক্তিহীন প্রত্যাশা ।

পথের আলো-আধাঁরী জন্ম দেয় ,
অশ্রুত পদাবলীর অস্ফূট বিভ্রম,
বিষন্ন স্থবিরতায় অনাসৃষ্টির বৃত্তে আবৃত গতিহীন যাযাবর ।

মাটির খাঁচায় বন্দী সত্তা যেন
রহস্যের বেড়াজালে আটকে পড়া আঠাঁল পোকা,
ডানা ঝাপটানো বিহঙ্গের গূমট স্পন্দন যেন
পাথর চাপা ঘাসের সাদা কষ্ট ।

জটিল জ্যামিতির জটিল সমীকরন
বিপ্রতিপ সময়ের নৈষ্ঠিক প্রগমন
সর্পিল সঞ্চারপথের বিষম অপেরণ
চতুর্থমাত্রার অভিসারী অবক্ষেপন ।

নিরব ঘুমে কি জীবনের পট বদলায় ?
মেঘছায়া তলের শশী রাহুগ্রস্থ, সারেং দিকভ্রষ্ট
বিস্বাদ যামীনিতে শ্রান্ত দিশেহারা মূসাফির ।

করতলের অসীম বিস্ময়, নিরব ভাষার জ্যামিতি
নিয়তির কথা কয় ।
সময়ের দাবীর বিপরীতে আমার গতি
তবু আমি মূক্ত, আমি স্বাধীন
আমি নিজের পথের পথিক, এই আমার নিয়তি ।


দি টাইমস দে আর আ-চেঞ্জিং


একটা শাশ্বত গান, যার অবস্থান দেশ, কাল ও স্থানিক চেতনার উর্দ্ধে । একে গন-সংগীত বা লোক-সংগীত জাতীয় গান হিসাবে ক্যাটাগোরাইজ করা যায় । গানে ষাট এর দশকের সমাজ প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে । গানে রাজনৈতিক ম্যাসেজ যেমন রয়েছে তেমনি শোষিত মানুষের কথাও বলা হয়েছে । ডিলানের ততকালীন সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এ গানে । রক্ষণশীলদের জন্য মেসেজ দেয়া হয়েছে যে পরিবর্তনটাই চিরন্তন সত্য ।ডিলান ছিলেন অধিকার আদায় আন্দলনের অন্যতম অগ্রদুত ।

সমাজের পরিবর্তনশীলতার রীতি কেউ যদি অ্যাক্সেপ্ট না করে তবে সেই সেই পরিবর্তনশীলতার ঢেউয়ের তোড়ে ভেষে নিশ্চিহ্ন হয়ে যাবে । পরিবর্তনশীলতা একটা প্রবাহমান নদীর মত । ক্রমেই তা পরিব্যাপ্ত হয় । পরিবর্তন এর ভরা জোয়ারের সাথে যত শীঘ্রই খাপ খাওয়ানো বা মানিয়ে নেয়া যায় ততই মঙ্গল । নদীতে স্রোতের অনুকুলে সাতার কাটাই স্রেয় । প্রতিকুলে সাতার কাঁটা বিপদজনক । জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ভয় থাকে । পাথরই কিন্তু পানিতে ডুবে যায় সবার আগে । পাথর এখানে হতে পারে রক্ষণশীলতার রুপক ।

দ্বিতীয় স্তবকে লেখক ও সমালোচকদের ভুমিকার কথা বলা হয়েছে যারা কলমের ভাষায় কথা বলে । তাদের দেয়া পুর্বাভাষ গুলো অনেক গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে ।
আবার এমনও বলা যায়, যে কোন ঘটনা ঘটার যেমন সম্ভবনা থাকে তেমনি অনিশ্চিয়তা ও থাকে । জীবন একটা পাজলের মত মিষ্টোরিয়াস । প্রতিটা জীবনেরই আছে অসীম সম্ভবনা । এখানে ডিসিসন মেকিংয়ের ব্যাপারটা খুব ইম্পোর্টেন্ট । বুঝে শুনে ধীরেসুস্থে ডিসিশন নেয়াই শ্রেয় । যে কোন মুহুর্তে ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা, হতে পারে অপ্রত্যাশিত বিজয় ।

তৃতীয় প্যারাটা আমেরিক্যান কংগ্রেসম্যান, আর সিনেটরদের জন্য চপোটাঘাত স্বরুপ । যুদ্ধ পলিটিশিয়ানদের সার্থ রক্ষা করে, মানবতার জন্যতা হুমকি । এই স্তবকে মেইনলি এই কথারই সুর । ভিয়েতনাম যুদ্ধের প্রতি ইন্ডিকেটশন রয়েছে এখানে । এমন হতে পারে যে রাজনীতিবিদরা আজ যাদের বন্ধু ভাবছে অদুর ভবিষ্যতে তারাই হবে শত্রু ।

চতুর্থ স্তবকটা মেইনি ‘রক আন্ড রোল’ বিষয়ক । এখানে অভিভাবকদের তাদের সন্তানদের ইচ্ছাকে মুল্য দেয়ার কথা এসেছে । প্রতিবন্ধকতা সৃষ্টি নয়, বরং এই পরিবর্তন আক্সেপ্ট করে এই অগ্রযাত্রার পথকে সুগম করার আমন্ত্রন জানিয়েছেন । উল্লেখ্য, গানটি্র প্রেক্ষাপট ষাট এর দশক ।

শেষ প্যারাতে পর্যায়াক্রমিতা, পরিবর্তনপ্রবণতার কথা এসেছে । বিফলতা-সফলতা, সুখ-দুখ, আনন্দ বেদনা এগুলো পর্যায়াক্রমে আসে । যদিও এসব ঘটনা সবসময়ই অনিশ্চিত । জীবনের চাকা ঘুরতেই থাকবে । কেউ সফলতার শীর্ষে উঠবে আবার কারো পতন ঘটবে ।

লিরিক্স

ইউটিউব

ডাউনলোড এম্পিথ্রি

আসুন সঙ্গীতসুধায় আকন্ঠ নিমজ্জিত হই ।


আমার অন্যান্য গান বা গান রিলেটড পোষ্ট সমুহঃ

জন লেননের ইমাজিন- imagine

বব মার্লের “নো ওমেন, নো ক্রাই”

বাংলা লিরিক্স কালেকশন

রিভিঊঃ পিঙ্ক ফ্লয়েডের “দ্য ওয়াল”

বব ডিলান এর “ব্লোয়িং ইন দ্যা উইন্ড

আঠারোর ট্রাজেডি, স্কিড রো এর ১৮ আন্ড লাইফ!

পিঙ্ক ফ্লয়েডের “ইকোজ”

একটি পূর্ণদৈর্ঘ্য সাইকেডেলিক প্রাতরাশ

ফুল গুলো সব কোথায় গ্যালো?

প্রিয় দুইটি গানঃ হোটেল ক্যালিফোর্নিয়া ও স্লিপ

মেটালিকার দ্যা আনফরগিভেন ও ডায়ার স্ট্রেটসের ব্রাদারস ইন আর্মস এর ইন্টারপ্রিটেশন

মুনলাইট সোনাটা

বিষন্ন রোববার



সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২২
৫৫টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।

লিখেছেন আহা রুবন, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০





ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!

লিখেছেন শাহ আজিজ, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩




সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন

কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?

লিখেছেন শিশির খান ১৪, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬


জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন

দ্বীনদার জীবন সঙ্গিনী

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩

ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)

সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

×