জি হা .....
আমিই সেই ব্যক্তি যাকে আপনাদের মত দূর্মুখেরা লুল বলিয়া থাকে ।
জন্ম হইতে আমি একজন মানুষ বলিয়া প্রতিয়মান ছিলাম ... কিন্তু এই মরার ব্লগীয় জগতে আসিয়া আমার পিতৃপ্রদত্ত অকিকাকৃত নাম খানা আপনারা পরিবর্তন পূর্বক আমাকে লুল উপাধি দিয়াছেন!আমি যারপরনাই প্রীত।
কেন আমি লুল হইলাম .....ইহার উত্তর ঠিক মত গুছাইয়া না বলিতে পারিলেও হালকা চালে বলিতে পারি ,নারীসঙ্গ আমাকে বড়ই প্রীত করে ।যদিও বেশির ভাগ ক্ষেত্রে আমি বেইল পাইনা , তাহার পরও রবার্ট ব্রুস নামক আরেকজন বলিয়া গিয়াছেন '' এক বার না পারিলে দেখো শতবার ''.....!! তাহার এই উক্তিতে মনে হইতে পারে উনিও খুব বিখ্যাত লুল,কিন্তু তাহা সঠিক নহে ।লুল হইবার মত যে যোগ্যতা ( অনেকেই ইহাকে অযোগ্যতা বলিয়া ভ্রম করে ) তাহার মাঝে উহা বিদ্যমান ছিলনা ।
আমি প্রায়শই এমন একখানা ভাব ধরিয়া থাকি যে আমি অবিবাহিত ... কবিতা রচনার খুব বড় সমঝদার ...যদিও অধিকাংশ ক্ষেত্রে আমি ইস্কুলের বাংলা বিষয়ে ডাব্বা মারিয়া আসিয়াছি।মাইকেল মধুসুদন যে মাইকেল জ্যাকসনের নানা হন , তাহা লিখার কারণে আমাকে নিল ডাউন হইতে হইয়াছে( এই মাষ্টারগুলা আধুনিক কবিতার কিছুই জানেনা ).... আর বিবাহ ?? বাস্তব জীবনে ইস্কুলের ছেলেরাই যেখানে আমাকে হাফ লেডিস ডাকিত .... প্রেম করার মত মেয়ে কথায় পাইব ??
নারীকুলের যত কান্নাকাটিতে আমার হৃদয় দ্রুত বিগলিত হইয়া যায় .....তাহাদের কষ্ট সহ্য করিতে পারিনা বলিয়া ব্লগীয় জগতে একটু সান্তনা দিবার চেষ্টা করি .....ইহা কি আমার দোষ ??ইশ্বর চন্দ্র বাবু ও তো নারীকুল লইয়া অনেক আন্দোলন করিয়াছিলেন .....তাহাকে লুল বলা হয় না কেন ?? আমি সেই দিনের আশায় আছি যেই দিন সকল ব্লগার নিজেদের ভ্রম বুঝিতে পারিয়া আমাকে আধুনিক ইশ্বর চন্দ্র বলিয়া ডাকিবে !!
ভাবিয়া পাইনা .... এইখানে এত বড় বড় ব্লগার আছে ..... কিন্তু তাহাদের রচনাগুলা বড়ই অসৌন্দর্য!!তাহাদের না আছে সুন্দর একখানা প্রফাইল ফটুক,না তাহারা জানে কিভাবে ''ভাইয়া ও ভাইয়া '' ডাকিয়া মন্তব্য এবং যোগ চিহ্ন আদায় করিতে !! কি সব ছাগু / হাম্বা /বিম্পি / টেকি /রাজনৈতিক / সমসাময়িক / ...... উদ্ভট বিষয় লইয়া এরা বলাতে আসিতেছে !!! অথচ কত ভালো ভালো কবিতা জীবনী , স্বাগতম , দৈনন্দিন কর্ম , শৌচকর্ম এইসব মনোহারী বিষয় লইয়া তারা উদাসীন ...!!
আপনারাই বলেন ...এগুলা কি মন্তব্য করার মত পুষ্ট ??? এগুলাতে মন্তব্য করিলে কি দর্শনসুখ লাভ করা যায় ???এগুলাতে মন্তব্য করিলে কি ''এইবার একখানা সঙ্গিনী লভিয়াছি ''- এইরকম মনোভাব প্রকাশের কোনো সুযোগ থাকে ?? অথচ তাহারা হিংসার বশবর্তী হইয়া আমার বিরুদ্ধে পুষ্ট দিতে থাকে !!
আপনারা ভাবিতে পারেন ... কোন কোন পুস্টে আমাকে দেখা যাইতে পারে ???আহা ... সভ্যতা রক্ষার জন্য দরকারী পুস্টগুলাতে আপনারা আমাকে ব্যস্ত থাকিতে দেখিবেন । একখানা তালিকা দেই ----
''আজ আমার কোষ্ঠকাঠিন্য , কি করা যায়?'
/ '' আজ নিরাপদ হৈলাম , আপনেরা কেমন আছেন''
/ '' ঘুরে আসলাম শৌচাগার''
/'' ঘরে বসে বানিয়ে নিন পটলের হালুয়া-রেসিপি''
/'' কবিতা- আকাশে উড়ে একপাল গরু ''
/ ''কবিতা- নীল মেঘে হলুদ ব্রিস্টি '' / ''
/''আজ আমার মন ভাল নেই''
/''প্রবন্ধ- নির্যাতিত নারী---রিমোট কেন পুরুষের হাতে?? ''
'/ '' নগরীতে ফ্যাশন শো - স্ট্রিকটলি ১৮+
/'' যাই পরেন ১৮+ .. লৈয়া যান ১৮+ .. আবার জিগায় ১৮+ ...
সুন্দর মুখশ্রীর জয় সর্বত্র!!সুন্দর খাদ্য দ্রব্য দেখিলে আপনার অজান্তেই মুখ গড়াইয়া লালা ঝরিতে পারে.....,সুতরাং আমারও গড়ায় !! তাই বলিয়া দুর্মুখেরা আমাকে লুল বলে!! কিন্তু তাহারা জানেনা আমি কি!!গণনাযন্ত্রের সামনে বসিবার পূর্বে আমি ঠিকই গলায় শিশুদের ন্যাপি ঝুলায়া বসি ..... কত লুল গড়াবি গড়া!! আপনাদের একখানা তথ্য দেই , আপনাদের গণনাযন্ত্রের বোতাম গুলা কি জল রোধক ??? আমার খানা কিন্তু জল রোধক ... লুল গড়াইলেও সমস্যা হয়না
ভাই সকল .....স্ক্রিনে অপি আপার একটা পুষ্ট দেখা যাইতেছে ....যাই ....আগেই একখানা যোগ আর মন্তব্য দিয়া আসি .... অনেক নচ্ছার বসিয়া আছে ...তাহাদের পূর্বেই আমার কর্ম সম্পাদন হওয়া চাই !!উনার হাতাকাটা পোশাক আবার আমার খুব পছন্দ !! পরে আরেকদিন আপনাদের সাথে বাক্য বিনিময় হইবে !!
বি.দ্র. বর্নিত লুলীয় চরিত্র পুরোপুরি কাল্পনিক নহে .... কারো সাথে মিল কাকতাল মাত্র ...তবে যাহার সাথে মিল পাওয়া যাইবে, তিনি নিজে তাহার সাথে মিল আছে দাবী করিলে পুস্ট খানার জন্য ক্ষমা প্রার্থনা করা যাইতে পারে
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ দুপুর ২:২২