আজ হাতে দু' হাত ভর্তি সময়, অনেক সময়-
অযুত লক্ষ নিযুত কোটি সময়-
তবুও নষ্ট করার মতো নয় একটি ক্ষণও।
আজ শুধুই ভাববার সময়- প্রতিটি মুহূর্তকে উপভোগের সময়-
অযুত বছর ঘুমিয়ে থাকা স্মৃতিগুলো ভাবনার আকাশে ঘন হয়ে আসছে,
কখনো লাল হয়ে, কখনো নীলে হয়ে, কখনও বা তোমার পছন্দের গোলাপী
রঙে খেলা করছে পদ্মার তীরে বালুচরে। কখনও বা আমলকি গাছের ছায়ায়
সুগন্ধি ওড়নায় জড়িয়ে ধরছে। কিংবা, ছোট ছোট মান এবং অভিমানে
ভারী হয়ে আসা তোমার দীর্ঘশ্বাস, অথবা অজান্তেই গড়িয়ে পড়া কয়েক ফোঁটা
লোনা জল।
সিক্ত হৃদয়ে আজও আমি বেঁচে আছি;
এবং আজ আমার হাতে লক্ষ নিযুত সময়---
আজ আমি একটুও শুনবোনা পৃথিবীর কথা, তাকাবোনা ওই চাঁদের পানে,
অগ্রাহ্য করবো সাগরের ওই গর্জন; কালো চশমা পরে থাকবো ভরা পূর্ণিমায়-
আজ আমি শুধু ভাববো তোমার কথা-
আমার হাতে আজ অযুত লক্ষ নিযুত কোটি সময়,
সবই রেখেছি তোমার জন্য।
আমি জানি, তুমি আসবে। অথবা তুমি হাসবে; নয়তোবা তুমি গান করবে--
হাত ধরে নাচবে আমার সাথে হিমছড়ির ঝর্ণা ধারায়।
যে অবহেলায় হারিয়েছি তোমায় একবার,
সময়ের এই অসীমতায় হারাতে চাইনা তোমায় আরেকবার।
আকাশের ওই হাজার তারার মাঝে আজ আমিও একটি তারা,
আজ তোমাকে খুঁজে পাবো ঠিক ঠিকই-
আর তুমি আমাকে জড়িয়ে ধরবে তোমার সুগন্ধি ওড়নায়।
খোন্দকার মেহেদী আকরাম
লন্ডন
৩০ নভেম্বর ২০১৭
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮