ব্লগার রিফাত হোসেনের কল্যানে গত এক সপ্তাহ ধরে সামুতে জমে উঠেছে দাবার লড়াই। খেলার রেজাল্ট বিবেচনায় রিফাত হোসেনই এগিয়ে থাকবেন সম্ভবত। অন্যান্য খেলোয়াড়দের মধ্যে আমি ছাড়াও আছেন ইচ্ছে (খান সাদী), ঋফায ও পথে পথে। খেলার আরেকটা মজার বিষয় হল রিফাত হোসেনের রিপোর্টগুলো। এই যেমন গতকাল খান সাদীর সাথে খেলে যেমন মজা পেয়েছি, তেমনি ঐ খেলার রিপোর্ট পড়েও কম মজা পাইনি Click This Link ।
এখন পর্যন্ত খেলাগুলোর রেজাল্ট একাধারে তুলে দিলামঃ
খেলা ১ - রিফাত হোসেন বনাম পথে পথে - ফলঃ রিফাত হোসেন জয়ী
খেলা ২ - রিফাত হোসেন বনাম ঋফায - ফলঃ ড্র বিবরনঃ Click This Link
খেলা ৩ - রিফাত হোসেন বনাম যুথি - ফলঃ ড্র বিবরনঃ Click This Link
খেলা ৪ - রিফাত হোসেন বনাম যুথি - ফলঃ ড্র বিবরনঃ Click This Link
খেলা ৫ - রিফাত হোসেন বনাম যুথি - ফলঃ যুথি জয়ী বিবরনঃ Click This Link
খেলা ৬ - রিফাত হোসেন বনাম খান সাদী - ফলঃ রিফাত হোসেন জয়ী Click This Link
খেলা ৭ - রিফাত হোসেন বনাম যুথি - ফলঃ রিফাত হোসেন জয়ী Click This Link
খেলা ৮ - খান সাদী বনাম ঋফায - ফলঃ খান সাদী জয়ী
খেলা ৯ - যুথি বনাম ঋফায - ফলঃ যুথি জয়ী
খেলা ১০ - যুথি বনাম খান সাদী - ফলঃ যুথি জয়ী বিবরনঃ Click This Link
খেলা ১১ - যুথি বনাম খান সাদী - ফলঃ যুথি জয়ী বিররনঃ Click This Link
খেলা ১২ - যুথি বনাম খান সাদী - ফলঃ যুথি জয়ী বিবরনঃ Click This Link
খেলা ১৩ - যুথি বনাম রিফাত হোসেন - ফলঃ যুথি জয়ী বিবরনঃ Click This Link
খেলা ১৪ - খান সাদী বনাম ঋফায - ফলঃ খান সাদী জয়ী
খেলা ১৫ - যুথি বনাম রিফাত হোসেন - ফলঃ যুথি জয়ী
খেলা ১৬ - যুথি বনাম ঋফায - ফলঃ চলছে
খেলা ১৭ - যুথি বনাম নরকের পাপী - ফলঃ চলছে
খেলা ১৮ - রিফাত হোসেন বনাম ঋফায - ফলঃ রিফাত হোসেন জয়ী
খেলা ১৯ - যুথি বনাম খান সাদী - ফলঃ যুথি জয়ী
এর বাইরে আরো খেলা হলে আমাকে জানাতে পারেন। আমি আপডেট করে দিব।
এবার দেখা যাক, কার সাফল্যের হার কেমন দাড়ায়ঃ
যুথিঃ খেলা-৯ জয়-৬ ড্র-২ পরাজয়-১ রেটিং-১৪৭১
রিফাত হোসেনঃ খেলা-৮ জয়-৩ ড্র-৩ পরাজয়-২ রেটিং-১৪০৪
খান সাদীঃ খেলা-৫ জয়-১ ড্র-০ পরাজয়-৪ রেটিং-১০৭৪
ঋফাযঃ খেলা-৩ জয়-০ ড্র-১ পরাজয়-২ রেটিং-৯৯৯
পথে পথেঃ খেলা-১ জয়-০ ড্র-০ পরাজয়-১
সামনে আসছে আরো মজার মজার লড়াই। আপনারা সবাই দাবার লড়াইয়ে আমন্ত্রিত।
এবার আসি কিভাবে খেলবেন।
উপায় ১ - http://www.chess.com এ গিয়ে আইডি তৈরী করুন। যাদের একাউন্ট আমার জানা আছে সেগুলো আমি তুলে দিচ্ছি। নতুন কোন একাউন্ট জানলে আপডেট করে দিব। আইডিগুলোকে ফ্রেন্ড হিসেবে এড করবেন। chess.com এর সবচেয়ে বড় সুবিধা হল কোন কারনে মেশিন হ্যাং হলে বা ইলেকট্রিসিটি চলে গেলে পরে ঐ খেলাটি চালু করা যায়। আর খেলাটি অন্য যে কেউ দেখতে পারবে। সে সাথে খেলার সাথে সাথে চ্যাটও করা যায়। এবার আমার জানা আইডিগুলো দিচ্ছিঃ
যুথি - nusrat2004
রিফাত হোসেন - rifathussain
ইচ্ছে (খান সাদী) - khansadi
ঋফায - Reefaz
নুহান - nuhan
নরকের পাপী - norokerpaapi
মারুফ হায়দার নিপু - marouf1982
উপায় ২ - yahoo messenger এ খেলা সম্ভব। সেজন্য activity তে গিয়ে chess অপশন দিলেই খেলা শুরু হয়ে যাবে। তবে নেট একবার ডিসকানেক্ট হলে ঐ খেলা শেষ। আবার নতুন করে খেলতে হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:১৮