আমি প্রথম দরবার হলে বিয়ে খাই ২০০৪ সালে। আমার ছোট ফুপীর বিয়ে হয়েছিল ওখানে। আমার কমিউনিটি সেন্টারটি খুব পছন্দ হয়েছিল। অনেক বিশাল আর ডেকোরেশন খুব সুন্দর। আমি আব্বুকে বলেছিলাম, আব্বু, আমাকে এখানে বিয়ে দিও। আব্বু হেভি মজা পেয়ে সবাইকে ডেকে এই কথা বলতে লাগল। আমি লজ্জায় লাল হয়ে গেলাম।
এরপর আমি দরবার হলে আরো বেশ কয়েকটি বিয়ে খেয়েছি। সেনাকুঞ্জ সেরা না দরবার হল সেরা সেটা নিয়ে অনেক বিতর্ক মানুষের মুখে মুখে চলতে দেখেছি। আমার মতে সেনাকুঞ্জ বাহির থেকে দেখতে অনেক সুন্দর। কিন্তু দরবার হলের ভিতরের ডেকোরেশন সেনাকুঞ্জের চেয়েও সুন্দর।
বাংলাদেশ বড়ই দুর্ভাগা একটা দেশ। এখানে ভালো কিছুও খুব বেশীদিন ভালো থাকে না। ভালো কিছু হয়ত আমাদের সহ্য হয় না। আমরা কি জানতাম, সেই দরবার হল একদিন অভিশপ্ত হলে পরিণত হবে? দরবার হলে একদিন মৃত্যুর ছায়া ঘুরে বেড়াবে? ঐ দিনের বিভীষিকার পর অনেক মানুষের অনেক সুন্দর স্মৃতিগুলোরও মৃত্যু হল দরবার হলে।
আমার সত্যি ভয় হয়, এই দেশের উপরে, এই জাতির উপরে আর কত অভিশাপ বর্ষিত হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৯