হাজারো মানুষের ভিড়ে এই দেশ সব সময় গিজগিজ করতে থাকে। রাস্তা দিয়ে হাটতে গেলে, মার্কেটে শপিং করতে গেলে ধাক্কাধাক্কি লেগেই থাকে। ব্যাংকে বিল দিতে গেলে বিশাল লাইন। ইউনিভার্সিটিতে ভর্তি ফর্ম তুলতে গেলে বিশাল লাইন। চারদিকে শুধু লাইনের ছড়াছড়ি। রাস্তায় গাড়ি যতটা চলে তার চেয়ে বেশি থেমে থাকে। এই দেশের চেয়ে বেশি মানুষ আছে এমন দেশ আমাদের জন্য কল্পনা করা দায়।
অথচ শুনলে অবাক হবেন, আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ নয়। এমনকি দ্বিতীয় বা তৃতীয় অবস্থানেও নেই। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হল মনাকো। আমাদের দেশে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১০৪৫ জন মানুষ বাস করে, সেখানে মনাকোতে প্রতি বর্গ কিলোমিটারে ১৬৭৫৪ জন মানুষ বাস করে, যা আমাদের চেয়ে প্রায় ১৬ গুণ বেশি। মনাকোর সাইজ যদি আমাদের দেশের সমান হত, তাহলে সেখানে ২৪০ কোটি মানুষ বাস করত। ভাগ্যিস এটা খুবই ছোট একটা দেশ, যার আয়তন ২ বর্গ কিলোমিটার। এমনকি দক্ষিন এশিয়ার মালদ্বীপের জনসংখ্যার ঘনত্ব আমাদের দেশের চেয়ে বেশি।
জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে মনাকোর পরের দেশগুলো হল সিঙ্গাপুর (৬৩৩৬), জিব্রাল্টার (৪৬৫৪), ভ্যাটিকেন সিটি (১৮৬৬), বাহরাইন (১৪৫৪), মাল্টা (১২৭২), বারমুডা (১২১১), মালদ্বীপ (১১০৫)। এরপর নবম অবস্থানটি বাংলাদেশের। এই দিক ত্থেকে প্রথম হতে হলে বাংলাদেশকে যথেষ্টই ফাইট করতে হবে।
এবার উলটা দিকে জনহীন দেশগুলোর পরিস্থিতি দেখা যাক। অস্ট্রেলিয়া ও কানাডা দুটি দেশেই প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩ জন মানুষ বাস করে। ওরা এমনি এমনি বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে ইমিগ্রেশনে এত মানুষ নেয় না। আর সবচেয়ে জনহীন দেশ কোনটি? এটা হল গ্রীনল্যান্ড। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ০.০২৬ জন মানুষ বাস করে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায় ১৫ গুণ আয়তনের এই দেশটিতে মাত্র ৫৭ হাজার মানুষ বাস করে।