আজ ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানী সামরিক জান্তার আক্রোশের শিকার হয়ে মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ ১০ মাস কারাবাস শেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারী সোমবার পাকিস্তান থেকে তিনি মুক্ত হন। ১০ জানুয়ারী স্বাধীন শত্রুমুক্ত বাংলাদেশে ফিরে আসেন। । না সেদিনের বিস্তারিত তুলে ধরা এই পোষ্টের লক্ষ্য নয় (আগ্রহীরা এই পোস্ট দেখতে পারেন)। বরং দুটি তথ্য ও আমার জিজ্ঞাসা তুলে ধরব ।
। যতদুর জানি , বঙ্গবন্ধুর ফেরার দুইদিনের মধ্যে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় । কেন ? কিসের ভিত্তিতে ও কাদের পরামর্শে বঙ্গবন্ধু মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিনকে সরিয়ে ?
২। মুজিব শাসনামলের সবচেয়ে বেশি সমালোচনায় (বানোয়াট প্রচারনাসহ)চ্যাম্পিয়ন মিডিয়া হিসেবে নিঃসন্দেহে প্রথম আসবে দৈনিক গণকণ্ঠের নাম । সে সময়ের জাসদের মুখপাত্র হিসেবে এটি পরিচিত । এ থেকে অনেকে ভূ্লবশত মনে করেন "জাসদ" গঠনের পর তার "মুখপাত্র" হিসেবে " দৈনিক গণকণ্ঠ" প্রকাশিত হয়েছিল ।কিন্তু আসলে দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয়েছিল জাসদের গঠনের (৩১ অক্টোবর '৭২) অনেক আগে । তাহলে প্রশ্ন আসে কবে ? আশ্চর্যজনক হলেও সত্য , দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয়েছিল সেদিন যেদিন বংবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ঢাকায় পৌছেন অর্থাৎ ১০ জানুয়ারি ১৯৭২ তারিখে !! ভারতের গোয়েন্দা সংস্থা র' সৃষ্ট মুজিববাহিনী অন্যতম অধিনায়ক সিরাজুল আলম খানের পরামর্শে মুজিব বাহিনীর আফতাব আহমদের নির্বাহী পরিচালনায় আর কবি আল মাহমুদের সম্পাদনায় দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয় । প্রকাশক ছিলেন মার্শাল মনি । উল্লেখ্য , তারা সবাই ষাটের দশকে গোপনে গড়ে উঠা স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সদস্য । বঙ্গবন্ধু ফিরে আসার দিনই (শাসন কাজ শুরুই করেনি , ভাল -মন্দ দুর কি বাত ) তার বিরুদ্ধাচরন করার জন্য সিরাজুল আলম খানরা দৈনিক গণকণ্ঠ প্রকাশ করেছিলেন কার স্বার্থে ? কাদের পরামর্শে ?