কবি ও চিন্তক ফরহাদ মজহার শুন্য দশকে গুবরে পোকার শ্বশুরের খপ্পরে পড়ে কিছু ফ্রেশ গদ্য (গদ্যকবিতা )কে পদ্য হিসেবে হাজির করেন । তারঁ ঐ কাব্যভুক্ত একটি কবিতায় ইব্রাহিম নবী কর্তৃক কোরবানি প্রসঙ্গ এসেছে ভিন্নভাবে । আমার কবিতাটি ভাল্লাগছে ।ব্লগের পাঠকদের সাথে শেয়ার করলামঃ
আত্মা ও সম্পত্তি
কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে ?
খামাখা আমাকে ভিতু বলে কি ফল লাভ হবে তোমার ?নবী ইব্রাহিমের কথাই ধরো । আল্লা বললেন ,
তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও ।
ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লার নবী । নিজের ছেলেকে , নিজেকে নয় । আল্লা
ভাবলেন,পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে । নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের
গলায় ছুরি বসাতে সকলেই ওস্তাদ , কিছুদিন পর আর
এবাদতের লোক খুজে পাওয়া যাবে না । বাধ্য হয়ে
ইসমাইলের জায়গায় তিনি দুম্বা জবাইয়ের আদেশ
দিলেন । দুম্বা মরুক তবু বাপদের হাত থেকে সন্তান
রক্ষা পাক ।
নিরীহ গরু, ছাগল, দুম্বাগুলোর গলায় ছুরির দাগ
দেখেই আমি নিজেকে আরো ভালবাসতে শিখেছি ।
তুমি সেই ভালবাসাকেই খামাখা ভয় বলে শনাক্ত
করো । মনুষ্য জীবনে কিসের ভয় ? আছে শুধু নিজের
জন্য গভীর ভালবাসা । আত্মা ও সম্পত্তি রক্ষা । আর
কিচ্ছু না !
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪