বউ আর বস অলওয়েজ রাইট !!
(মজা দেই, মজা লই)
© নূর মোহাম্মদ নূরু
অফিস বস আর ঘরের বউ অলওয়েজ রাইট!
ভুলেও কভূ তাদের সাথে করিও না ফাইট।
ফাইট করিলে বসের সাথে চাকুরী তোমার যাবে,
বউয়ের কথার বাইরে গেলে উপোশ দিতে হবে।
বলবে যাহা বস তোমারে ভুল হলেও তা মানো,
খুশী রবে বস যে তোমার পদোন্নতি জেনো।
বউ যা বলে বিনা বাক্যে মেনে নিলে পরে,
হাসি খুশী সুখ চির দিন রবে তোমার ঘরে।
বোকার হদ্দ বস যে তোমার গরু ছাগল পালে,
তাদের নিয়ে বললে কথা দুঃখ আছে ভালে।
মাথায় করে নাচুক তাদের তোমার তাতে কী?
বউয়ের কাজে বাধ সাধিলে রবেনা পাতে ঘী!
কুমীর যদি পানির মাঝে বৈরী কারো হয়,
নদীর মাঝে বাস করা যে তাহার হবে দায়।
গাধা যদিও কভু নাহি করে পানি ঘোলা,
বাঘ তাকে ছিড়ে খেতে ছুঁতা পাবে মেলা ৷
বোকা যারা তারাই শুধু বসের ভুল ধরে,
সেই দোষেতে সব হারিয়ে পথে পথে ঘোরে,
বুদ্ধিমানে সদাই করে বউয়ের গুণ গান।
আদর সোহাগ পায় যে তারা বাঁচে তাদের মান।
থাকতে হলে নিরাপদে বসের তোয়াজ করো,
নাকি সুরে বসের সাথে ভাটিয়ালী গান ধরো।
বউয়ের কথায় ওঠো বসো যেন তুমি দাস,
তা হলেই তেলে ঝোলে খাইবে বারো মাস।
প্রকাশকালঃ ঢাকা-১৮ সেপ্টেম্বর ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৬