মেজাজ গরম !!
© নূর মোহাম্মদ নূরু
নানান জনের তিক্ত কথায় হচ্ছে মেজাজ গরম,
যতই ভাবি বলুক যতোই রাখবো মাথা নরম।,
পাশ কাটিয়ে চলি তাদের তাতেও নাই শরম,
পা মাড়িয়ে ঝগড়া করা এটাই তাদের ধরম।
পরের বাড়ির হাড়ির খবর নেয়া তাদের চাই,
নিজের বাড়ি বিরাণ পড়ে সে খবর তো নাই।
কাকের মতো জোট বাঁধিয়া বৃথাই কা কা করে,
কি আসে যায় কাকা রবে কে বাঁচে কে মরে।
যতই তাড়াও আসবে ফিরে লাজ শরম যে কম,
দেখে শুনে ভাবি মনে আসবে তোদের যম।
ভূতের মতো এক মরিলে শতেক জন্ম নেয়,
রক্ত চুষে সকাল বিকাল দলে বৃদ্ধি পায়।
এদের জ্বালায় কত জনে ছাড়ছে যে ঘর বাড়ি,
আছে কেহ দূরে সরে মুখটি গোমরা করি।
এই সুযোগে করছে তারা নরক যে গুলজার,
ভাবচে তারা এমন যাবে আসবেনা কেউ আর।
দেখে এদের লম্ফ ঝম্প মেজাজ গেছে চড়ে,
ভূতের দেশে পাঠিয়ে দেবো সব কটাকে ধরে।
জোকের মতো কামড়ে ধরে রক্ত চুষে খাবে?
জোকের মুখে লবন দিলে জোকের মরণ হবে।
তাতেও যদি না হয় শরম মারবো তুলে আছাড়,
পালাবার যে পথ পাবেনা খুঁজবে কাপড় কাছার।
থাকি সবাই সান্তি সুখে এই দেশটা যে সবার।
ভাবো কেনো একাই রবে দেশটা তোমার মামার?
প্রকাশকালঃ ১৬ আগস্ট ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪০