মোবাইল বয় !!
© নূর মোহাম্মদ নূরু
আমি এক মোবাইল বয় মোবাইল আমার জান,
এই যুগেতে মোবাইল ছাড়া থাকে কী আর মান।
সকাল দূপুর সন্ধ্যা বেলা হেডফোন দিয়া কানে,
লেখা পড়া শিকায় ওঠে মন মজে রয় গানে।
গোসল খানায়, টয়লেটে যাই মোবাইল নিয়ে হাতে,
কানে থাকে হেডফোনের তার বাজনা বাজে তাতে।
হেলে দুলে নাচন কোদন বাথ রুমেতে চলে,
কানে যায়না কোন কথাই কে কখন কি বলে।।
খেলাধুলা হয়না করা মোবাইল গেমেই মজা,
ঢিসুম ঢুসুম গুল্লি ছুড়ে মারি অনেক রাজা।
সবই আছে মোবাইল মাঝে যখন থাকে নেট,
আসল কাজটি হয়না করা সব কাজে হয় লেট।
রাতের বেলা ঘুম আসেনা দেখি নানান ছবি,
সকাল বেলা হয়না দেখা কখন ওঠে রবি।
খাবার খেতে মন লাগেনা উপোসে যায় দিন।
দিনে দিনে সে কারনে হচ্ছে শরীর ক্ষীন।
ভালো কথা বললে কেহ গায়ে জালা ধরে,
সৌজন্যতা ভদ্র আচার কেঁদে কেঁদে মরে।
গুরু জনে মান্য করা রাখি শিকেয় তুলে,
মোবাইল নিয়ে থাকি আমি সব কিছু ভুলে।
মোবাইল ধ্যান, মোবাইল জ্ঞান, মোবালেই মধু,
মোবাইলেই করে রাখে দিন রাত মোরে যাদু।
এমনি করে দিবা রাতি বারো মাসই চলে,
এ কারনে সবাই আমায় মোবাইল বয় বলে।
প্রকাশকালঃ ৭ আগস্ট ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬