সাঙ্গ হবে খেলা !!
© নূর মোহাম্মদ নূরু
এই দূনিয়ার রঙ্গ রসে কাটলো অনেক বেলা,
যাবার সময় ঘনিয়ে এলো সাঙ্গ হবে খেলা।
শত্রু-মিত্র অনেক ছিলো হিসেব কষে দেখি,
মুখোশ পরা বন্ধু বেশে ছিলো যে সব মেকি।
সত্যিকারের ভালো মানুষ পাওয়া বড় ভার ,
সবাই খোঁজে নিজের স্বার্থ কিসে যে লাভ তার!
কেউবা আবার মিষ্টি কথায় হানে বিষের ছুঁড়ি ,
সাপের মতো ছোবল হানায় পাবেনা তার জুড়ি।
ভুল-ত্রুটি ছিলো অনেক হইছে ক্যাচাল মেলা,
আর লাগেনা ভালো এসব হানা-হানির খেলা।
ভাবছি তাই ক্ষ্যান্ত দিবো রইবো অনেক দূরে,
পুরান বাঁশি বাজে কী আর মিষ্টি মধুর সুরে।
রাগ-অভিমান হিংসা বিদ্বেষ আছে বিদ্যমান,
এ কারণে মানুষ তো নয় ফেরেশতা-শয়তান!
যাদের সাথে কইছি কথা ব্যথা দিয়ে মনে,
আশা আছে করবে ক্ষমা তাদের নিজ গুণে।৷
বিষের ব্যথার যন্ত্রণাতে ছাড়ছে যারা বাড়ি,
যাবার কালে তাদের কথা মনে মনে স্মরি।
ভালো থাকো যেথায় আছো কাছে কিবা দূরে,
যন্ত্রনাটা কমে গেলে এসো আবার ফিরে।
যাবার কালে সাথে নিলাম কলম, কালি, তুলি,
কয়েকটা দিন থাকতে যে চাই সব কিছুকে ভুলি।
কী ভালো থাকবে যারা, না আমার চলে যাওয়া?
সৃষ্টিকর্তার বিধানই হোক আমার পরম পাওয়া।
টিকাঃ আবার হবে দেখা হয়তো, এ যাওয়াই শেষ যাওয়া নয়তো!
প্রকাশকালঃ ১৭ আগস্ট ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৬