শ্রাবণে খরা !!
© নূর মোহাম্মদ নূরু
শ্রাবনে ভিষণ খরা পানি নাই পুকুরে,
কৃষকের ঘাম ঝরে বর্ষার দূপুরে।
মাঠ ফেটে চৌচির ফসল যায় শুকিয়ে,
মেঘ নাই আকাশে চাতক আছে মুখিয়ে।
প্রকৃতি কেনো করে বিরূপ এই আচরণ,
চির চেনা বর্ষার কি কারণে পলায়ন?
শ্রাবণের বৃষ্টিতে নদী নালা ভরে যায়,
এ কেমন বর্ষা মেঘ বৃষ্টির দেখা নাই!
বর্ষার রূপ নিয়ে হতো কতো কবিতা,
কদম শুকিয়ে যায় অপলকে দেখি তা।
বর্ষার পানিতে ভিজে সবুজ হবে প্রকৃতি,
বৃষ্টিতে ভিজে ভিজে নাচতো যে কেতকী।
আজ কেন হাহাকার মেঘ নেই আকাশে,
লু হাওয়া বইছে শ্রাবণের বাতাসে।
প্রকৃতি বিরূপ কেনো কি করেছি অন্যায়,
ভাবি বসি হিসাব কষি হিসাব মিলেনা হায়!
স্রষ্টার সৃষ্টিতে অনিয়ম চলে না,
সব চলে ঠিকঠাক ব্যত্যয় ঘটেনা।
প্রকৃতি নিয়মে চলে কারো ধার ধারেণা,
বিরূপ হলে প্রকৃতি কাউকে সে ছাড়েনা।
গাছ লাগাই বেশী বেশী শীতল হবে প্রকৃতি,
তানা হলে রয়ে যাবে আমাদের এই দুর্গতি।
একটা কাটিলে গাছ লাগাতে হবে তিন টা,
বর্ষায় তা হলে রয়ে যাবে প্রকৃতির ঋণ টা।
বর্ষার এমন হাল দেখিতে যে চাই না,
শ্রাবণের বৃষ্টিত দেখা কেনো পাইনা?
হে খোদা দয়াময় ছেড়ে দাও বৃষ্টি,
ক্ষমা করো অন্যায় বাঁচাও তোমার সৃষ্টি।
প্রকাশকালঃ ঢাকা-২৩ জুলাই ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২২ রাত ১:৩৫