ধুর ছাই, মিস হয়ে গেলো!!
নূর মোহাম্মাদ নূরু
এক বিজ্ঞ মৎস্য শিকারি অতি উৎসাহে মনের হরষে একদিন ছিপ নিয়া নদীর কিনারে বসেছিলেন মৎস্য শিকারের আশায়। সবই ঠিক ছিলো ছিপ, বড়শি মাছের খাবার সাথে উৎসাহ দেবার লোকেরও কমতি ছিলো না। বিপুল আনন্দে তিনি ছিপ ফেললেন নদীতে। তার পরে অপেক্ষা! অপেক্ষার পালা আর যেন শেষ হয়না। বড় মাছ দূরে থাকুক একটা পুঁটি মাছেরও সাক্ষাৎ নাই।
নিরুৎসাহিত হয়ে ভগ্ন মনোরথে ছিপ বড়শি গুটানোর মনস্থির করেছে এমন সময় মনে হলো ফাতনা নড়ে উঠলো। আশায় বুক বাঁধলেন অতি জ্ঞানী,মৎস্য শিকারী, এবার হয়তো মৎস্য রাজা বা রানী না হোক নিদেন পক্ষে একটা মৎস্য পেয়াদা জুটে যাবে। বিপুল উৎসাহে তিনি তাকিয়ে আছেন ফাতনার দিকে। ফাতনা একবার ডুবছে আর একবার ভাসছে! মৎস্য শিকারীর আশাকেও ডুবাচ্ছে আর ভাসাচ্ছে! সাথের দর্শকদের উৎসাহে তিনি পুলকিত।
অপেক্ষার পালা শেষ, এবার বড়শিতে টান! হায় কপাল! সব মিস হয়ে গেলো। দর্শক নিরাশ হলো, মৎস্য শিকারী হলেন হতাশ। কারণ বড়শিতে কোন মাছ নয়! যা বড়শিতে গেথে আছে তা হয়তো কোন গাধা বা ছাগলের নাড়ি ভূড়ি! সম্ভবত কোন কারনে তার বড়শিতে গেঁথে গিয়েছিলো সেই নাড়িভূড়ি আর কোন মাছ তা গিলতে ছিলো। যার কারণে তার বড়শির ফাতনার উত্থান পতন। দর্শকের আশায় ছাই দিয়ে সব মিস হয়ে গেলো!
আমি আজ জনৈক ব্লগারের একটা লেখায় মূর্খদের সাথে তর্ক না করার বিষয়ে শ্রদ্ধেয় কয়েকজন সাহিত্যিকের উদ্ধৃতি দিয়ে তাকে তর্ক না করার অনুরোধ করেছিলাম। সেই পোষ্টে একজন অতি উৎসাহী ও জ্ঞাণী পাঠক সেই উদ্ধৃতি অন্য কোন এক লেখক/লেখিকা তাদের লেখাতে কোট করেছে বলে আমার সেই উদ্ধৃতি কপি পেষ্ট বলে ঘোষণা দিয়েছেন। তাকে সমর্থন করে অতি উৎসাহীরা বগল বাজাচ্ছে। কিন্তু তারা অন্ধ সমর্থক যাদের বুদ্ধি হাটুর নীচে থাকার কারনে তারা জানেনা যে কোন গুনীজনের নাম উল্লেখ করে যদি তাদের কোন বাণী বা উদ্ধৃতি কেউ কোট করে তা কপি পেষ্ট হয়না। এই সাধারন জ্ঞানও তাদের ঘটে নাই। তাদের এই না বোঝার কারনে বিপুল উৎসাহে মৎস্য শিকার ছাগল গাধার নাড়িভূড়ির কারনে মিস হয়ে গেলো।
প্রকাশকালঃ ঢাকা, ২৭ এপ্রিল ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৯