জীবনে চলতে গেলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড প্রয়োজন। প্রেমিকার জন্য যেমন পাগল পুরুষরা। তেমনি প্রেমিকের জন্য নারী। তবে আমি ললনাদের শ্রদ্ধা রেখেই তাদের ব্যাপারে কিছু বলছিনা !! আমার উপদেশ আমার স্বগোত্রীয়দের জন্য। যারা রক্ত পানি করা পয়সা প্রেমিকার করকমলে অথবা পদতলে অর্ঘ দিচ্ছেন!! নিদৃষ্ট একটা বয়সে ( অনেক ইচড়ে পাকারা সেই বয়স হবার আগেই লিলুয়া বাতাসে খাবি খায়) ছেলেরা নিজের কোনো প্রেমিকা বা প্রেমিকনেই বলে দুঃখ করেন অনেকেই। জীবনে একটা প্রেম হলো না বলে আফসোসের শেষ নেই। বন্ধুরা প্রেমিকা নিয়ে রিকসায় ঘুরছে, ফুসকা খাচ্ছে; বার্গার-চিকেন, কোল্ডড্রিংস, আইসক্রিম খেতে খেতে স্বপ্নের জাল বুনছে, সিনেমায় যাচ্ছে, আর আপনি হিংসায় জ্বলছেন! আফসোস হচ্ছ, ইস আমার যদি একজন প্রেমিকা থাকতো! কিন্তু জানেন কি, প্রেমিকা না থাকার সুবিধা? সেটা জানলে অনেকেই হয়ত ভাববেন, যাক, একা আছি, এই বেশ ভালো আছি। আসুন জেনে নিই প্রেমিকা না থাকার কয়েকটি উপকারিতা।
১। নিজেই নিজের সিদ্ধান্ত নেয়া যায়ঃ
পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনো প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷
২। সাহস নিয়ে চলা যায়ঃ
একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না৷ যার সাথে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷ প্রেমিকাদের বেলাতেও ঠিত তাই।
৩। বাড়তি টাকা খরচ করতে হবে নাঃ
প্রেমিকা বা প্রেমিক থাকলে নিজেকে ফোকাস করার জন্য আপনাকে আজাইরা টাকা খরচ করতেই হবে। আজ কফিশপে তো কাল কোনো বড় রেস্টুরেন্টে, আবার পরশু শপিংমলে। এর মাঝে চা, ফুচকা ও চটপটি তো আছেই। আর সবাই খুব ভালো করেই জানেন এ প্রত্যেকটি ক্ষেত্রেই পকেট থেকে টাকা গুণতে হয়। তবে প্রেমিকাদের বেলায় খরচ কমই হয়ে থাকে। কিন্তু যদি প্রেমিক বা প্রেমিকা না থাকে তাহলে ভাবুন তো আপনার খরচ কতটা কমবে?
৪। একা থাকলে স্লিম থাকা যায়ঃ
ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়। ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে। একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না।
৫। অফুরন্ত সময় পাওয়া যায়ঃ
যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!
৬। আরামের ঘুম হয়ঃ
‘ঘুম আসে না’- হঠাৎ বৃষ্টি’র সেই গানটার মতোই প্রেমিকদের অবস্থা৷ এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!
৭। বিচ্ছেদের জ্বালা নেইঃ
যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও তালাক পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷
৮। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বাড়েঃ
যারা একা থাকেন, তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনো বাঁধা-ধরা থাকে না৷ আর যাদের প্রেমিকা আছে তাদের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেয়া হয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা কর, আড্ডা দাও, কোথাও ঘুরতে চলে যাও৷
৯। যেখানে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা নেইঃ
প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেই - প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷ এত স্বাধীনতা আর কোথায়! এখন হিসাব করে দেখুন প্রেমিক/প্রেমিকায় জড়াবেন না একা থাকবেন। প্রশ্ন আমার উত্তর আপনার!! যদিও এটা খানসাব মানবেনা !!! তার girlfriend চাই ই চাই
সূত্রঃ অত্র লেখার মূল ছবিতে বলা আছে এটি একটি সম্পাদিত পোষ্ট! লেখায় অন্যান ছবিগুলো গুগলের সৌজন্যে প্রাপ্ত।
মূল লেখাঃ বিবার্তা; লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনাঃ জাকিয়া/যুথি।
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২২ রাত ৮:০৮