পাগলের সিক্যুয়ালঃ
১। পাগল-১ (ছড়া)
২। পাগল ভরা বঙ্গ দেশ
৩। পাগল-২ (ছড়া)
৪।একটি রম্য ছড়া
পাগল-৩ (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
আজিকার এ কাব্যে, পাগলেরা ভাববে!
কিসে কি যে হয়ে গেলো গুরু নাম জপবে !
পাগল খেদাও অভিযান চলিতেছে চলবে
জানি তাতে কেউ কেউ মনে মনে জ্বলবে।
কে পাগল বের হবে ঝাড় ফুক চলছে
ঝিম ঝিম বমি বমি তার মাথাটাযে দুলছে!
পাবলিক বুঝে গেছে পাগল আছে কয়টা
দুই তিন চার পাঁচ গুনতিতে ছয়টা।
কত এলো কতো গেল পাগল এই বঙ্গে
কিছুদিন থাকে তারা মহা সুখে রঙ্গে।
তার পরে যখনি বেড়ে যায় মাত্রা
প্যাদানিতে ব্যবচ্ছেদে অন্তিম যাত্রা।
নতুন এক পাগলের কাই কুই চলছে
হাদিসের বাণীকে ঠাকুমার ঝুলি বলছে।
!চ্যালা ব্যালা শিষ্য সার কথা বোঝেনা
কোথায় কি বলা লাগে সে হুস থাকেনা।
পাগলের এক বাত আমিতো পাগল না
কারো কথাতেই নৌকা দোলাইনা।
মুখে বলে এক কথা কাজে করে ভিন্ন
এটাই পাগলের একমাত্র চিহ্ন
পাগলের পাগলামী মজা পায় বাচ্চা
আজে বাজে বলিনা যা বালি সাচ্চা।
দুনিয়া দুদিনের চলে যাবে সবে
পরকালের হিসাব যে মিলাতেই হবে।
যেমন কর্ম তেমন ফল হাতে হাতে দেবে
স্বজন পরিজন তার ভাগ নাহি লবে।
ইয়ানাফসি বলবে সব কঠিন সে দিনে
তখন কি লাভ হবে ভালো মন্দ চিনে?
সময় আছে শুধরে নাও সৎপথ দেখো
গায়ের গন্ধ যাবে আতর লোবান মাখো।
দূর্দিনে পাগলের আমি আছি সাথে
পথের দিশা দিবো অন্ধকার রাতে।
প্রকাশকালঃ ০৭ মে ২০২১ইং শুক্রবার
উৎসর্গঃ ছড়াকার জটিল ভাইকে
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
nuru.etv.news@gmail.com
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২১ বিকাল ৩:৪৬