ইদানিং সামুকে গুডবাই জানানো যেন ফ্যাশনে পরিণত হয়েছে !! সবাই কারণে, অকারণে, মানে, অভিমানে রাগে, ক্ষোভে শুধু গুড বাই আর গুড বাই! আমার প্রশ্ন এত রাগ বা ক্ষোভ সামুর উপর ক্যানে ? সামুকে গুড বাই জানানোর উপরোক্ত কারণ ছাড়া অন্য একটি নিগুঢ় কারণ থাকতে পারে আর তা হলো সহ ব্লগারদের কোমল মনের ইমোশনাল ব্লক মেইলিং !! অর্থাৎ তার প্রত্যাশা সহ ব্লগাররা তাকে ইনিয়ে বিনিয়ে আবেগ আপ্লুত বাক্যে ব্লগে থাকার আকুতি জানাবেন আর তিনি তাদের অনুরোধে আবেগে আপ্লুত হয়ে তার পরিকল্পনা বাতিল করে ঠিকই সামুতে থেকে যাবেন। মনোবাসনা যদি তাই হয় তবে 'সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি'
আমার বক্তব্য পরিস্কারঃ ব্লগে কিছু নাস্তিক, দুর্মুখ, গোবর গনেশ, পল্টবিাজ ব্লগার আছেন। তারা বিভিন্নভাবে ভদ্র ও মার্জিত ব্লগারের লেখায় অযাচিত ও অপ্রসাঙ্গিক মন্তব্য করে খামোখাই ক্যাচাল সৃষ্টি করে ব্লগের সুস্থ্য পরিবেশ নষ্ট করার পায়তারা করে। সামু কর্তৃপক্ষ তাদের কঠোর হস্তে দমন করলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তবে আমার বক্তব্য হলো কারো যদি সামুকে ভালো না লাগে কা যদি কারো আক্রোশের শিকার হয়ে উপযুক্ত প্রতিউত্তর করার যোগ্যতা হারিয়ে নিজের গোস্যাকে সম্বরণ করতে না পারে তবে চলে যাবে এটা কোন দোষের কথা নয়। কারণ এ্ জগতটা হলো যোগা্দের জন্য। Survival of the fittest অর্থাৎ যোগ্যতমের বেঁচে থাকা। আপনি যদি কারো সাথে টক্কর দিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন তবে কেউ আপনাকে টেনে তুলবে সে আশা না করাই উত্তম। তবে emotionally blackmailing করে ই্নিয়ে বিনিয়ে পাঠকের কোমল মন ছুঁয়ে দিয়ে তাদের অনুরোধে সামুতে থেকে যাওয়ার ভোতা অস্ত্র ব্যবহার না করাই শ্রেয়। নেশা করা ভালোনা, নেশাতে নানান শারীরিক জটিলতার সৃষ্টি হয়। এটা আমরা জানি। সিগেরেটের প্যাকেটে লেখা থাকে ধুমপান ক্যান্সারের করণ হতে পারে। এসব জানা সত্বেও কেই যদি ধুমপান করে বা নেশা করে তখন তাদের উদ্দেশ্যে এ ছাড়া আর কি বলার থাকে "নেশা খাবি খা, মারা যাবি যা, চলে যাবি যা এত প্যাচাল ক্যা !"
আমিও কিছু কারণে প্রতিবাদ স্বরূপ সামু থেকে মাঝে মধ্যে দূরে থাকি নীরবে। তবে আবার ফিরে আসি আপন আলয়ে! সামুর অবারিত দ্বার যার যখন খুশি চলে যবে, যার যখন খুশি যাবে তাতে সামুর কিছুই যায় আসেনা। পুরাতন বিদায় নেবে নুতন আসবে এটাই যগতের নিয়ম। তবে সামু ছেড়ে চলে গেলে হয়তো আবার ফিরে আসা যায় কিন্তু ইহলোক থেকে একবার প্রস্থাণ করলে আর ফিরে আসার সুযোগ থাকেনা। আমরা আর ফিরে পাবোনা আমাদের অতি প্রিয় সজন গল্পকার আবু হেনা ভাইকে। তাই রাগ বা অভিমান করে সামুর প্রতি রুষ্ঠ হয়ে সামুকে গুডবাই না জানিয়ে যতদিন সম্ভব সবাই মিলে মিশে থাকি আমাদের সামুর আলয়ে। আর যদি যেতেই হয় তবে চলে যান নীরকে নিভৃতে একান্তই নিজের করে। কারো আবেগে নিজের শূণ্য পাল্লা ভারী করার অপপ্রয়াাস নাই বা করি ! ভার্চূয়াল যগত আবেগকে প্রশ্রয় দেয়না বা এখানে আবগের কোন্ মূল্য নাই। যে যেতে চায় তাকে শুভ বিদায়, গুড বাই !
বিঃদ্রঃ যারা সত্যিকার অর্থে সামুর উপর ত্যক্ত বিরক্ত হয়ে সবাইকে জানিয়ে সামুকে গুডবাই জানাতে চান, তাদের কাছে অনুরোধ যদি আপনার উদ্যেশ্য কারো সহানুভূতি আদায় করা নয় তবে দয়া করে আপনা্র লেখনীতে মন্তাব্য করার অপসনটি তুলে দিয়ে চিরতরে হারিয়ে যান, তখন কেউ আর আপনাকে ফিরিয়ে আসার আকুতি জানাবে না।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
nuru.etv.news@gmail.com
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০