গাজীসাবের শিষ্য রাজীব নুর বলেছেনঃ আর কিস্তির দরকার নাই। এখানেই শেষ করেন।
তার অনুরোধে গাজী বন্দনা করে গাজীনামা আপাতত খ্যান্ত দিলাম।
নূর মোহাম্মদ নূরু
গাজী সাবকে দেখা গেছে, পূর্ণিমার এক চান্দে
সকলের প্রাণ আকুলি ব্যাকুল, পড়ে তারই ফান্দে।
বন্দনাতে একে একে, মাঠ হলো যে গরম,
নিন্দুকেরা'র মুচকি হাসে, পাচ্ছে বুঝি সরম।
শ্যাম রাখি না কূল রাখি, আছে কতক জনা,
মুখে তাদের কুলুপ আটা, সত্য বলতে মানা।
কেহ বলে বাপরে বাপ, গাজী বলে কথা,
না খোস হলে গাজী সাব কেটে নিবে মাথা।
পড়ছে যারা যাঁতা কলে বসে বসে কান্দে,
আবডালেতে থাকলেও যে চোখ তাদের চাঁন্দে।
দ্বিধায় আছে দেখছেনি কেউ চান্দে গাজীর বদন,
নাকি কেউ শঠতা করে, বানাচ্ছে তাদের মদন।
গাজী মিয়া বিদেশ বসে, কতই রঙ্গ করে
আম-জনতা তাকে নিয়ে, যুদ্ধ করে মরে।
কেউ বা বলে মহা মতি, গাজী মিয়া সাব,
খুশিতে যে বাকুম বাকুম, খোড়া পায়ে লাফ।
খোড়া পায়ে লাফ দিয়ে, ধপাস ধরনী তল,
তখন কেবল বুঝতে পারে, নিজের বলই বল।
হুজুগেতে লাফ দিওনা, আগে পিছে ভাবো,
গাজী সাবের ভূত, এবার তোমায় আমি খাবো।
উৎসর্গঃ ইদানিং যে কয়জন ব্লগার তাদের কথার ফুলঝুড়িতে
গাজী সাহেবকে নিয়ে গেছেন চাঁন্দের উচ্চতায় তাদের কর কমলে।
প্রকাশকালঃ ঢাকা,সোমবারঃ ৩ বৈশাখ ২০২৫ বঙ্গাব্দ
এক মলাটে গাজীনামাঃ
১। গাজীনামার সূচনা পর্বঃ গতবছর এই দিনে গাজী ছিলো কোয়ারেন্টাইনে !!
২। গাজীনামার ১ম পর্বঃ ফাটাকেষ্ট !! শুরু হলো গাজীনামা
৩। গাজীনামার ২য় পর্বঃ গাজীনামার দ্বিতীয় কিস্তি " চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি"
৪। গাজীনামার ৩য় পর্বঃ গাজীনামার তৃতীয় কিস্তিঃ গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!
৫। গাজীনামার যবনিকা পর্বঃ গাজী বন্দনা (গাজীনামার শেষ কিস্তি)
কৃতজ্ঞতাঃ গাজীসাব, খানসাব, ওমেরা ছবিআপুসহ সকল পাঠকদের ধন্যবাদ যারা উৎসাহ যুগিয়েছেন গাজীনামা প্রকাশের জন্য।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
nuru.etv.news@gmail.com
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭