somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে !!! ব্রাহ্মণবাড়িয়া লিজ দেয়া যায়না

২৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে পরবাসী এত দিনে বুঝেছেন একটা স্বাধীন দেশের কোন্ অংশ কাউকে লিজ দেয়া যায়না। আগে নবাবরা তার নবাবীর যে কোন অঞ্চল বা এলাকা যে কাউকে লিজ দিয়ে দিতে পারতেন। তারা ছিলো জমিদার। বাঙালার জমিদারি প্রথা অতি প্রাচীন। পলাশীর যুদ্ধের আগেও সুবা বাঙালাতে জমিদাররা ছিলেন। চাষিদের থেকে আদায় করা খাজনা থেকে নিজের ভাগ রেখে বাকিটা জমা করতেন নবাবের কাছে। ১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত আইন’এর প্রবর্তন করেন। এই আইন অনুযায়ী জমিদারদের বার্ষিক একটি নির্দিষ্ট দিনের মধ্যে একটি নির্দিষ্ট অংকের খাজনা দিতে হয়ে। জমিতে উৎপাদন কম বা বেশি হলেও খাজনা একই থাকবে। ভবিষ্যতেও খাজনার পরিমান বদল হবে না। এর বদলে জমিদাররা এবং তাদের উত্তরাধিকারীরা জমির স্বত্ব ভোগ করবেন। নির্দিষ্ট দিনের মধ্যে খাজনা না দিলে জমিদারি নিলাম হবে। এই ব্যবস্থার ফলে চাষীদের পিঠের ওপর বিভিন্ন প্রকারের পরগাছা শোষকদের একটা বিরাট পিরামিড চেপে বসে। বৃটিশদের মনোরঞ্জনের জন্য জমিদাররা খাজনাতো দিতোই, অধিকন্তু দামী উপঢৌকনের মধ্যে নিজ জমিদারিত্বের সুন্দরী ললনারাও উপঢৌকনের ঢালার মধ্যে রাখা হতো শুধুমাত্র ইংরেজ প্রভুদের খুশী রাখার জন্য। “কৃষকদের কাছ থেকে যত খুশি খাজনা ও কর আদায় করে তার একটি নির্দিষ্ট অংশ ইংরেজদের হাতে তুলে দেয়ার জন্য এক নতুন জমিদারশ্রেণী সৃষ্টি করা হয়। এই পিরামিডের শীর্ষদেশে ইংরেজ বণিকরাজ, তার নীচে বিভিন্ন প্রকার উপস্বত্বভোগীর দলসহ জমিদারগোষ্ঠী। বাংলা ও বিহারের রাজস্ব কাউন্সিলের প্রেসিডেন্ট ১৭৭২ সালের ৩ নভেম্বর ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বোর্ড অব ডাইরেক্টরসকে লেখা এক চিঠিতে উল্লেখ করেছেন নাজিমরা জমিদার ও কৃষকদের কাছ থেকে যত বেশী পারে কর আদায় করে নিচ্ছে। জমিদাররাও নাজিমদের কাজ থেকে চাষীদের লুন্ঠন করার অবাধ অধিকার লাভ করেছে। নাজিমরা আবার তাদের সকলের (জমিদার ও কৃষকদের) সর্বস্ব কেড়ে নেয়ার রাজকীয় বিশেষ অধিকারের বলে দেশের ধন-সম্পদ লুট করে বিপুল সম্পদের অধিকারী হয়েছে। ১৭৬৫-৬৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রহণের পর সে বছরই তারা প্রায় দ্বিগুণ অর্থাৎ ২ কোটি ২০ লাখ টাকা রাজস্ব আদায় করে। স্বল্প সময়ের ব্যবধানে সে আদায়ের পরিমাণ আরো কয়েকগুণ বৃদ্ধি পায়।”


লর্ড কর্নওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে জমির মালিক হন জমিদাররা, অপরদিকে কৃষকরা জমি হারিয়ে নিঃস্ব হয়ে ভিটে মাটি হারান। তখন জমিদাররা বেশির ভাগই ছিলেন হিন্দু। চিরস্থায়ী বন্দোবস্তের শর্তানুসারে জমিদাররা ১৩ কোটি টাকা রাজস্ব আদায় করে সরকারকে ৩ কোটি টাকা দেয়ার কথা ছিল। ১৯৩০-এর দশকে খাতাপত্রে ১৮ কোটি টাকা আদায় দেখিয়ে ৪৫ কোটি টাকা জমিদার ও আমলারা ভাগ করে নিত। সামর্থ্যের চেয়ে বেশি খাজনা দিয়ে কৃষকরা সর্বহারা হয়। মহাজনদের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে কৃষকরা আরও সর্বহারা হয়। ১৮৫৯ সালে বঙ্গীয় ভূমিকর আইনের আশ্রয় নিতে কৃষকরা ব্যর্থ হয়। চিরস্থায়ী বন্দোবস্তের কুফলের কারণে বাংলার কৃষকরা ইংরেজ সরকার ও জমিদারদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন শুরু করেন। এটাই ইতিহাসে প্রজা আন্দোলন নামে পরিচিত। বিশ শতকের প্রথম দিকে এ আন্দোলন শুরু হয়ে মাঝামাঝি সময় পর্যন্ত কৃষক প্রজার স্বার্থ রক্ষা না হওয়া অবধি চলতে থাকে। বাংলার মুসলিম নেতৃবৃন্দ কৃষক ও প্রজা আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখেন। বাংলার প্রধানমন্ত্রী একে ফজলুল হক সাহেব অনেক সংকটের মধ্যেও দরিদ্র প্রজাদের স্বার্থে অনেক ভাল কাজ করেন। ১৯৩৮ সালে ঋণ সালিশি বোর্ড গঠন, ১৯৩৯ সালে প্রজাস্বত্ব আইন-১৯৪০ সালের মহাজনী আইন, স্কুল বোর্ড স্থাপন, অবহেলিত মুসলমানদের সরকারি চাকরির ব্যবস্থা করাসহ বিভিন্ন পদক্ষেপ নেন। হক সাহেবের উল্লেখযোগ্য কাজ হলো ফ্রান্সিস ফ্লাউডকে চেয়ারম্যান করে ভূমি রাজস্ব কমিশন গঠন। এই কমিশন অবশেষে ১৯৪০ সালে জমিদারী প্রথা বাতিলের সুপারিশ করেন। যার ফলশ্রুতিতে ১৯৫৬ সালে জমিদারী প্রমা চিরতরে বিলুপ্ত হয়। যার ফলে দরিদ্র কৃষক, প্রজাদের জীবনে স্বস্তি ফিরে আসে। এসবই পাঁচ দশকব্যাপী চলতে থাকা প্রজা আন্দোলনের প্রত্যক্ষ ফল। এখন দেশে জমিদারী প্রথা নাই। তাই দেশের কোন অংশ কাউকে লিজ দেবার সুযোগও নাই। আমি সেই কথাটিই পরিস্কার করে বলেছিলাম আমার এই লেখায়


আমরা এখন একটা স্বাধীন দেশের নাগরকি। আমাদের সংবিধানে (পঞ্চাদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪নং আইন) এর ১২নং ধারা বলে সংবিধানে ১৮ক অনুচ্ছেদ সন্নিবেশিত করা হয়েছে যাহাতে বলা হয়েছে যে, “রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষন ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভ‚মি, বন ও বন্য প্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন।” সুতরাং দেশের ৫৬ হাজার বর্গ মাইলের সমুদয় এলাকার দেখভাল করার দ্বায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের এই সীমার মধ্যে কেউ বিদ্রেহ করলে যেমন তাকে কঠোর হস্তে দমন করা হয় তে্মনি কোন এলাকা প্রাকৃতিক দূর্যোগের সম্মূখী্ন হলে তা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মোকাবেলা করা হয়। রাষ্ট্রের এই তহবিল দেশের সকল মানুষের রাজস্বে গড়ে ওঠে। বাংলার সমুদয় মানুষষ এর যোগান দাতা। এখন কারো ভুলে বা কোন্ এলাকার মানুষের ভুলে যদি কো্ন এলাকা দূর্যোগে পতিত হয় তবে তার দ্বায়ভার কি হৃদয়ে ধারণ করা মানুষেরা নিবেন? আবেগে অনেক কিছুঁই বলা সম্ভব। কিন্তু বাস্তবে আবেদ দিয়ে কোন দূর্যোগের মোকা বেলা করা সম্ভব নয়। আমিও বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আমরা কাউকে লিজ দেই নাই যে সত্বে আপনারা যা খুশি তাই করবেন। জন্মসুত্রে আপনি জমির মালিকানা পেতে পারেন কিন্তু তার মূল মালিক প্রজাতন্তের। আর সেজন্য জমির মালিককে প্রতিবছর খাজনা দিতে হয়। তা না হলে একটা নিদৃষ্ট সময়ের পরে জমি নিলাম হয়ে যায়। জমিতে ফসল ফলাবেন, তা ভোগ করবেন কিন্তু নষ্ট করার অধিকার আপনার নাই। টাকা সরকারের যা চাহিবা মাত্র ইহার বাহককে ফেরৎ দিতে বাধ্য। তাই টাকা আপনার হলেও তা নষ্ট করা শাস্তিযোগ্য অপরাধ।


সমগ্র বিশ্ব এখন করোনা মহামারীতে বিপর্যস্ত। বাংলাদেশও এর বাইরে নয়। সবাইকে স্বাস্থ্য বিধিমেনে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠো অবস্থা্নে সরকার। আপনারা এই হুসিয়ারি না মেনে শুধু আবেগের বশে যদি কো্ন শাস্তিযোগ্য অপরাধ করে থাকেন তা হলে আপনাদের কিছু বলা যাবেনা এমন ফরমান কি আপনাদের সরকার দিয়েছে? যদি আপনাদের নির্বুদ্ধিতার প্রায়শ্চিত্ত' কে করবে আপনি? যেহেতু সকল দুর্যোগ মোকাবেলা করা হয় সরকারের তহবিল থেকে সুতরাং সেখানে আমার অর্থও আছে। আমার অর্থে আপনার নির্বুদ্ধিতার করনে ব্যায় হবে আর আমি নিশ্চুপ থাকবো এমন মরার স্বাধীনতা আমরা অর্জন করিনা্ই। ভুলে তিরস্কার আর অর্জনে প্রশংসা করার অধিকার আমার আপনার সবার। ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় কারন এই জেলায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সহ আরো নানা ধরণের সংগীত শিল্পীদের জন্মস্থান। ব্রাহ্মণবাড়িয়ায় অনেক গুনীজন আছেন আমরা তাদের নিয়ে গর্ব করি। কারন তারা আমাদের দেশের সম্পদ শুধু ব্রাহ্মণবাড়িয়ার নন। তেমনি কিছু কুক্ষাত ব্যাক্তি আছেন যাদের নিয়া আমরা লজ্জা বোধ করি। এমন ভালো ,মন্দ মানুষ দেশের প্রতিটি অঞ্চলেই আছেন। তাই বলে সে অঞ্চলের মানুষকে ঘৃনা করতে হবে এমন মানসিকতা পরিহার করা বাঞ্চনীয়। আপনি হৃদয়ে ধারণ করে পরবাসে আছেন। করোনার ছোবল সে দেশেও আছে। আপনি কি সে দেশের আইন অমান্য করতে পারেন? সে দেশ আপনার হৃদয়ে ধারণ করতে পারেন নাই তার পরেও আইন মানতে বাধ্য। অথচ যে দেশ আপনার হৃদয়ে ধারণ করেন সে দেশে আইন অমান্য হলে আপনি গর্জে ওঠেন, প্রতিবাদ জানান কেন আইন আমন্য করবেন না। আপনি রাষ্টের অধীনে থাকলে, দেশের নাগরীক হলে আপনারকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে। ইচ্ছা খুশী যা মন চাইবে তা করতে পারবেন না তাতে যতটাই হৃদয়ে ধারণ করেন না কেন! যে মহামারীর কারণে মসজিদে জুম্মার নামাজ সীমিত নামাজীদের দ্বারা সম্পাদন হচ্ছে, যেখানে বাবা আক্রান্ত হলে তার সন্তানকে দেখতে পারেনা। ছেলে তার বাবার জানাযায় যেতে পারেনা সামাজিক দ্বায়বদ্ধতার কারনে। সেখানো একজনের জানাযায় অর্ধ লক্ষ লোক জমায়েতকে আপনার ক্রাইম মনে হলোনা। তা হলে কি কারনে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান যা পরবর্তী ঘোষণা না দেওয়া এই ঘোষণা কার্যকর থাকব? এটা কি কোন ফরজ নামাজ? বুদ্ধি খাটান, মানবিক মানুষ হোন, আবেগী নয়।


লেখাটি উৎসর্গ করা হলো হৃদেযে সোনালী ব্রাহ্মণবাড়িয়া ধারণ করা সোহানাজোহাকে যিনি আমাকে ব্লক করে রেখেছেন তার ব্লগে। আমাকে ব্লক না করলে আমার মন্তব্য আমি তার পোস্টে করতাম, আলাদা পোস্ট দিতে হতোনা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

লিখেছেন শাহ আজিজ, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০





যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×