নূর মোহাম্মদ নূরু
পূজ্যপাদ বা্বাইদা, সৎসঙ্গের শিরোমনি
করোনাতে টোটকা একখান ঘোষণা দেন যিনি।
তিন টোকা দিলে নাকি নিজের টেস্টিক্যালে
করোনা ভাইরাস ধরবেনা তাকে কোন কালে।
হাজার হাজার ডাক্তার আর বৈদ্য হেকিম কত
করোনাকে সামাল দিতে দিন্ করেছেন গত।
তারা যখন হিমসিম খান করোনাকে নিয়ে
বাবাইদা কয় মারবো তাকে টেস্টিক্যাল দিয়ে।
গুনে গুনে টেস্টিক্যালে তিনটি টোকা মারুন
করোনাকে ডোন্ট কেয়ার দুশ্চিন্তা ছাড়ুন
সহজ পন্থা করনোকে করবো এবার ক্ষয়
হবে হবে হতেই হবে মানুষে্ই জয়।
তিন টোকার বেশী কিন্তু মারা যাবেনা
এই কথাটা কখনোই ভুলে যাবেন না।
বেশী যদি মারেন টোকা কারো টেস্টিক্যালে
টেস্টিক্যাল তাইলে কিন্তু যেতে পারে ফুলে।
গুনে গুনে তিনটি বা্বাইদা যে কহেন।
ব্শী হলে বাবাইদা মোটেই দায়ী নহেন
করোনা তার গুষ্টিসহ ছাড়বে বঙ্গদেশ
কি চমৎকার টোটকা আহা বেশ বেশ বেশ।
তিনটি টোকা টেস্টিক্যালে করোনারই যম
ভয় ভীতি দূরে যাবে বিধিনা হন বাম।
জয় হবে মানুষেরই পরাস্ত যে যম
যুগে যুগে অমর রাহে বাবাইদারই নাম।
বিঃদ্রঃ সুশীলদের জন্য টেস্টিক্যাল লেখাতে একটু ছন্দ পতন হলো
প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২০ইং
উৎসর্গঃ ঝামাঘষেদেই বাহুবলীর চন্দ্রবদনে
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক লিংক
nuru.etv.news@gmail.com
কৈফিয়তঃ
আমি আসলে জানতামনা এটা গুজব ব্রেকিং নিউজ ভেবে একটা কবিতা
প্রকাশ করলাম বাবাইদা বাবাজীর টোটকা নিয়ে !! পদাদিক দাদা বললেন এটা ঠিক হলোনা
খানসাব বললেন মুরব্বী বয়সের দিকে তাকান !! কি আর করা কবিতাট কোয়ারেন্টাইনে পাঠালাম!!
বিঃদ্রঃ ভারতে এরকম আজগুবী টোটকার দেশ!! (কেউ গোমুত্র পান করে,কেউ মলে গোসল করে)
আগেও চলতো, এখনো আছে, কোনটা সত্যি আর কোনটা গুজব বোঝা দায়।
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে দুঃখিত. এটাকে ফান হিসেবে নিলে খুশী হবো।