সরকারই অচল করে দিলো ঢাকা’ উদ্বেগের নগরে অন্তহীন দুর্ভোগ, রাজধানীতে নেমেছে বিজিবি, ঢাকা যেনো নিষিদ্ধ নগরী, তল্লাশির নামে হয়রানি, দেশজুড়ে অঘোষিত হরতাল-আতঙ্ক, বিচ্ছিন্ন ঢাকা, চলছে না বাস, ট্রাক, লঞ্চ-স্টিমার, চলছে না ট্রেনও।
উপরের শিরোনামগুলো আজ ১২ মার্চ প্রকাশিত কয়েকটি জাতীয় পত্রিকার। পত্রিকা, অনলাইন আর টিভি মিডিয়ার কল্যাণে দেশবাসী ঢাকার এ অবস্থা এমনিতেই বুঝতে পারছে। ঢাকায় আমরা যারা থাকি, তাদের নিয়ে বাইরের মানুষের অনেক বেশি আতঙ্ক কাজ করছে। শুধু ভাই-বোন, মা-বাবা, আত্বীয়-স্বজন নয়, খবর নিচ্ছে বলা যায় সবাই।
বিশেষ করে আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি তাদের কাছে সর্বশেষ খবর তারা যেমন বেশি জানতে চান। পাশাপাশি আমরা যেন সতর্ক থাকি সে ব্যাপারে পরামর্শ দেন।
বিশেষ করে সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিজেদের বাসায় হত্যার ঘটনার পরে আমাদের নিয়ে আশঙ্কা যেন আরো বেড়েছে।
সাধারণ মানুষ সাংবাদিকদের অনেক শক্তিশালী মনে করে। কিন্তু সেই সাংবাদিক হত্যাকাণ্ডের যখন মাস পেরিয়ে যায়, অগ্রগতি থাকে না। প্রধানমন্ত্রী নিজে তদারকির পর, স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার হম্বি-তম্বির পরও যখন কোনো খবর বের হয় না। এমনকি কোনো নাটক সাজাতেও ব্যর্থ হয় পুলিশ তখন নিরাপত্তার যে প্রকট অভাব আমরা বোধ করি তা বলার অপেক্ষা রাখে না।
একটি সভ্য সমাজে গণতন্ত্র বলে যে রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা জেনে আসছি তা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো ওভাবে যায় না। আমরা জাতি হিসেবে হয়তো অতোটা সহনশীল নই। কিন্তু তাই বলে বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি নিয়ে সরকার যে ন্যক্কারজনক মনোভাবের পরিচয় দিলো তা বাংলাদেশের চলমান ও পূর্ববর্তী ইতিহাসের সঙ্গেও যায় না
বিস্তারিত পড়–ন অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজ এ(http://www.banglanews24.com)