আমি একবার বলেছিলাম বইমেলায় চারটে ছাগল ঢুকেছে।
আমার এই মন্তব্যের জবাবে একজন উত্তর দিলেন,
আসলে আলম সাহেব ছাগল বলতে কি বুঝিয়েছেন সেটা আগে বের করতে হবে। প্রথমে তো আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন আজ অবধি বইমেলা কখনো ছাগল প্রবেশ করেছে কিনা, না করেনি। এমনকি আপনি ইতিহাসের সব প্রমাণাদি একসাথ করলে দেখবেন বইমেলায় ছাগল ঢোকার কোন প্রমাণ নেই। এখন আসছি উনি ছাগল বলতে কি বুঝিয়েছেন সেটায়। ছাগল শব্দটি কোত্থেকে এসেছে এটা আরবি না ফারসি, উর্দু নাকি খাঁটি বাংলা নিশ্চিত করতে হবে। তারও আগে ছাগল বুঝতে হলে আমাদের যেতে হবে আরিস্টটলের কাছে। উনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন ছাগল আসলে কাকে বলে।
এখানে শুধু অ্যারিস্টোটলের কাছে গেলে হবে না, মুসলিম সমাজবিজ্ঞানী অনেকে আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম আবু ইউসুফ। উনি আবার ইসলামী আইন শাস্ত্রীয় পণ্ডিত। উনার হাত ধরেই সমাজ বিজ্ঞানের নানা দিক উন্মোচিত হয়েছে। উনার যত লেখা আছে সেগুলোর মধ্যে আপনি ছাগল শব্দটি অনেকবারই দেখতে পাবেন কিন্তু উনি কি অর্থে ব্যবহার করেছেন সেটা আবার পরিষ্কার নয়। সেটা বুঝতে হলে আমাদের আবার পাশ্চাত্যের সমাজবিজ্ঞানী গ্রেগরী বেইটসন কথাগুলি বুঝতে হবে। এই ভদ্রলোক কিন্তু আবার ইংলিশ, এ্যামেরিকান সাইবারনেটিক্যান।
হাভার্ড, অক্সফোর্ড এর মত বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলিতে উনার দর্শনগুলি পড়ানো হয়।
এখন আপনারা তো জানেন হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটিগুলি এক সময় মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলি যে রূপরেখায় তৈরি হয়েছিল সেগুলি কিন্তু মধ্যপ্রাচ্যের এরাবিয়ানদের কাছ থেকে ধার করা। তাদের আইডিয়া গুলি তারা ঠিকভাবে কাজে লাগাতে পেরেছে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মাদ্রাসা বললে নাক সিঁটকাই। এটা কিন্তু ঠিক না। আপনাকে ইতিহাস বুঝতে হবে, সবকিছুর সাথে সব কিছুর একটা কানেকশন আছে। এটা না ধরতে পারলে আপনি বুঝতে পারবেন না মাদ্রাসা যে আমাদের সভ্যতাকে এগিয়ে নিতে কত বড় ভূমিকা রেখেছে।
এবার রবীন্দ্রনাথের কাছে আসি, উনি কিন্তু আমাদের এই বাংলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন সেটা আপনারা তো জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কি হয়েছে সেসময়, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের যে চর্চা, উনি যেসব উপন্যাস রচনা করেছেন এগুলি সাহিত্যমানের হিসেবে মোটামুটি বলতে পারেন। এবার আসি এ যে বই মেলায় এত এত লোকজন আসছে আপনি কয়জনকে দেখবেন রবীন্দ্রনাথের বই খুজে খুজে কিনতে? খুব বেশি পাবেন না। কিন্তু আপনি দেখবেন ইসলামি স্কলাররা যে সকল সাহিত্য রচনা করে গিয়েছেন সেগুলি মানুষ এখনো খুঁজে খুঁজে কিনে, সেগুলোর জনপ্রিয়তা কিন্তু ভাটা পড়েনি।
শেষমেষ আমাদের নিজেদের সমাজেও তো একটি প্রবাদ প্রচলন আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! এ প্রবাদটি বুঝতে হলেও আপনাকে যেতে হবে মধ্যপ্রাচ্যের বিখ্যাত ইসলামী সাহিত্য বিশারদ..........
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২১