সার্ক ক্রোসিং সেতু, দোহা
অনেক দিন পর ব্লগে লিখতেছি, এই সিরিজের প্রথম পর্ব দেয়ার সময় ভেবেছিলাম যে সিরিজটা নিয়মিত দেব, কিন্তু বেশ কিছুদিন যাবত ব্লগে তেমন আসা হয়না। যাহোক, আজকে থাকছে কাতারের দোহায় নির্মানাধীন চমৎকার এবং হাইটেক ব্রিজ যার নাম সার্ক ক্রোসিং।
নিচের ছবিতে ম্যাপে সার্ক ক্রোসিং সেতুর অবস্থান দেখানো হয়েছেঃ
সেতুর ভেতরে পায়ে চলা পথঃ
রেলিং থেকে ঝুলে থাকা সবুজ লতা গুলো দেখতে পাচ্ছেন ?
এটি একটি ডাবল ডেকার ব্রিজ যাতে পার্কও রয়েছে, এবং একটি এলিভেটেড পায়ে চলার পথ তৈরী করা হয়েছে যা পার্কে যাতায়াতের জন্য ব্যবহার করা হবে।
সেতুটির শেষ মাথায় এই বহু-স্তর সমন্বিত পার্কে গাছের সারিযুক্ত বিহার, বিনোদনমূলক পার্ক ও হস্পিট্যালিটি সুবিধার অন্তর্ভুক্ত করা হবে। এই পার্কটিই সরাসরি দোহা ব্যবসায়িক শহরের সাথে সংযুক্ত থাকবে। আর এটা বলাই বাহুল্য যে, ব্রিজটির বেসের আশে-পাশে অনেক খুচরো দোকান-পাট থাকবে।
ব্রিজটি তৈরীতে সবুজ পরিবেশকেও গুরুত্ব দেয়া হচ্ছে, তাই এটি শহরে প্রয়োজনীয় ও পর্যাপ্ত সবুজ স্থান যোগ করবে।
এই সিস্টেমটি শুধু ক্রমবর্ধমান দোহা শহরের স্থানীয় ট্রাফিককেই সাহায্য করবে না, অধিকিন্তু 2022 সালে কাতারের আয়োজিত বিশ্বকাপের জন্যও দোহাকে প্রস্তুত করবে।
নিচে আরো কিছু ছবি দেখুনঃ
সেতুর ট্রেনঃ
সবশেষে এই ভিডিওটি দেখুন, আরো অনেক কিছু জানতে পারবেন। আহাঃ কতকিছুই যে করতেছে!
আগের পর্বঃ
কি চমৎকার দেখা গেল - পার্টঃ ১
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০