হঠাৎ করেই বিশ্বের সুন্দর এবং চমৎকার জিনিস গুলো নিয়ে একটা সিরিজ লেখার মনস্থির করলাম। যেগুলো দেখলে মন ভাল হয়ে যায়। আজ প্রথম পর্বে থাকছেঃ
santiago calatrava: peace bridge in calgary, canada
কানাডার ক্যালগারি (calgary) শহরে অবস্থিত এই সেতুটির নাম peace bridge বা শান্তি সেতু, যা পথচারী পারাপারের জন্য তৈরী করা হয়। এর কাজ শুরু করা হয়েছিল মার্চ ২০১০ এ। শেষ হয় মার্চ ২০১২ তে।
এটি ব্যবহারকারীদের জন্য ২০১২ সালের ২৪ মার্চ উন্মুক্ত করা হয়।
ডিজাইন করেছিলেন বিখ্যাত স্প্যানিশ আর্কিটেক সান্তিয়াগো ক্যালাট্রাভা (Santiago Calatrava)। কি নাম রে বা..বা
সত্যিই এ যেন শান্তির সেতুঃ
সেতুটি একই সাথে Calgary শহরের সঙ্গে দক্ষিণের Bow নদীর পথ এবং Downtown Calgary শহরের সঙ্গে উত্তরের Bow নদীর পথ সংযুক্ত করার জন্য Calgary শহরের দ্বারা নির্মিত হয়েছিল। এটি Sunnyside এলাকার জনগোষ্ঠিকেও সংযুক্ত করেছে।
সেতুটি দৈনিক প্রায় ৬০০০ লোক ব্যবহার করে। এটি ২০১২ সালের শীর্ষ ১০ আর্কিটেচারাল প্রজেক্ট এ স্থান পায় এবং শীর্ষ ১০ পাবলিক স্পেসেও স্থার করে নেয়।
এটি ডিজাইন করার সময় কঠোর ভাবে যে দুটি বিষয় খেয়াল করা হয়েছিল তা হলঃ এর কোন খুটি থাকবে না, এবং শহরের হেলিপোর্টের কারনে এর উচ্চতাও বেশি হওয়া যাবে না।
এছাড়াও যে বিয়ষগুলো ছিলঃ
১. বন্যা চক্র প্রতিরোধ
২. ন্যূনতম 75 বছরের আয়ু
৩. বিনা বাধায় সবধরনের মানুষে চলাফেরার সুবিধা দেয়া
৪. আলো মাধ্যমে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা প্রদান
নির্মণাধীণ শান্তি সেতুর ছবিঃ
সেতুটিতে স্ক্রুর ন্যায় পেঁচাল ইস্পাত কাঠামোর সাথে কাঁচে ছাদও রয়েছেঃ
এটি তৈরীতে ব্যবহার করা হয় ৮৫০ মে.টন ষ্টীল। এর প্রশস্ততা ৬.৩ মি. যা ওই এলাকার অন্যান্য পথচারী সেতুর তুলনায় দ্বিগুন।
এর দৈর্ঘ্যঃ ১৩০.৬ মি. (৪২৮ ফি.)। উচ্চতাঃ ৫.৮৫ মি. (১৯.২ ফি.)। এতে পথচারী এবং সাইকেল চালকদের জন্য আলাদা লেন রয়েছে।
সেতুটির খরচের অর্থ শহরের ক্যাপিটাল বাজেট থেকে প্রদান করা হয়েছিল।
এর ব্যয়ঃ
নির্মাণ ব্যয়ঃ ১৭.৯৯৫ মিলিয়ন
স্থাপত্য এবং স্ট্রাকচারাল ডিজাইন, বিশেষ ইঞ্জিনিয়ারিং এবং গুণমান নিশ্চিত করন ব্যয়ঃ ৩.৯ মিলিয়ন
প্রকল্প প্রশাসন এবং অন্যান্য ব্যয়ঃ ২.৬ মিলিয়ন
কত টেকা খরচ করসে রে......
শান্তি সেতুর রাতের দৃশ্যঃ
আহা! এই ছবিটা দেখে তো আমার ইচ্ছা করছে কাচের রেলিংটা ধরে একাকী দাড়িয়ে থাকতে...
আর লেখতে পারুম না।
[বিঃদ্রঃ আমি প্রথমেই বলেছি হঠাৎ করেই শুরু করেছি, তাই বুঝতে পাচ্ছিনা আসলে টপিকটা কেমন হলো। তবে আপনারা যদি উৎসাহ দেন তাহলে চালিয়ে যাবো , নয়তো অফ যাবো ।
অবশ্যই আপনাদের যেকোন ধরনের মতামত জানাবেন। আর এই পোষ্ট কেমন লাগলো সেটাও জানায়েন (তাইলেই বুজবোনি।
* আপনারা এই সিরিজের জন্য একটা ভাল শিরোনামও দিতে পারেন।]