আঁকা-আকির নেশা ছোটবেলা থেকেই। ছবি আঁকা আমার মনের খোরাক জোগায় বলতে পারেন। এই জীবনে কত ছবি যে আঁকছি আর ছিড়ে ফেলছি তার হিসেব নাই। আজ আমার আঁকা কিছু ছবি শেয়ার করলাম
-
প্রথমে আমার পোষ্টে আপনাদের গোলাপের শুভেচ্ছা দিয়ে স্বগত জানাচ্ছি

-কেন জানি এই ফুলটা আঁকতে সবসময়ই ভাল লাগে

এটা প্রথমে স্কেচ করছিলাম, তারপর ডিজিটালে রং করা

এইটা ফ্রুটোর বোতল না, এইটা শরিসার তেলের বোতল, এই শীতে খুবই উপকারি জিনিস
-
এটা অনেক আগের আঁকা ছবি। এই ছবিটা দেখলে এখন অনেক হাসি পায়... কারন এই ছবিটা একেছিলাম পেইন্ট টুল এবং এমএস ফটো এডিটর দিয়ে

গোধুলির আবির মাখা.......
সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সামনে আরো শেয়ার করার চেষ্টা করবো।
আমার গত পর্বের লিংকঃ
আমার পেন্সিল স্কেচের ব্যর্থ চেস্টা-১
ভাল থাকবেন সবসময়
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪