আজকে ইচ্ছা হল আমার কিছু স্কেচ ব্লগে শেয়ার করবো।
এমনিতেই বাজে আকছি তারওপর এগুলো মোবাইল ক্যামেরা দিয়ে তোলা, তাই তেমন ভাল বুঝা যাচ্ছে না
যাহোক, প্রথমেই সবাইকে গোলাপের শুভেচ্ছা:
যারা ভাবতেছেন যে "এসব কিছু হইল, এখনই দেইখা দিতেছি কেমনে ছবি আকে", তারা এই পেন্সিল কাটার দিয়ে পেন্সিল ঠিক-ঠাক করে আকা শুরু করে দেন। আর শেষ হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন.. (আমি জানি ব্লগে অনেক গুনিন আছেন)
এইবার ফল খেয়ে জল পান করে বিদায় হন, তবে তার আগে মন্তব্যে ভাল-মন্দ কিছু কইয়া যাইয়েন
ভাল থাকবেন সবাই