কিন্তু এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে দাড়ি গোঁফ রাখা কেবল শখ কিংবা পৌরুষত্বের প্রতিকই নয় বরং এটি তাদের কাছে নেশার মতন। তাদের মতো মানুষদের জন্যই শনিবার থেকে জার্মানিতে বসেছে বিশ্ব দাড়ি গোঁফ প্রতিযোগিতা।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শতাধিক প্রতিযোগী বিচিত্র সব দাড়ি গোঁফ নিয়ে হাজির হয়েছিলেন প্রতিযোগিতায়। তবে সকলকে টেক্কা দিয়ে বিশ্ব সেরা দাড়ি গোঁফের খেতাব জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের দাড়ি গোঁফওয়ালা কনটিজেন্ট। এই কনটিজেন্টের সদস্যরা নিজেদের ঝুলিতে পুরেছে ৯টি ট্রফি।
এরমধ্যে প্রথম হয়েছেন প্যাট্রিক ফেট্টি (ইংলিশ গোঁফ), ড্যান ল্যলর (ফ্রিস্টাইল গোঁফ), জেফ লেনগাম (ফুল ব্রিড প্রাকৃতিক গোঁফ) এবং বুরকি কেনি (স্টাইল গোঁফ)।
অন্যান্য কনটিজেন্টের ট্রফি জয়ীরা হলেন, বেন জুয়েরগেন (রাজকীয় গোঁফ), স্যাম হোলকমবি (ইংলিশ গোঁফ)।
জার্মানির লেইনফেলডেন-ইচটারডিনজেনে প্রতিযোগিতাটি আয়োজন করেছেন, জুয়েরগেন বুর্কহার্ডিট।