গুড মর্নিং গাইজ।
আজ একটু প্যাচাল পাড়ি। শিরোনামের দুটো অর্থ করা যায়...
১. পিওর/চারপেয়ে গরু-ছাগলঃ বাংলাদেশ ছাগল উৎপাদনে বিশ্বে ২য়। ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে ৪র্থ। গবাদিপশু উৎপাদনে ১২তম।(গতকালকের প্রথম আলো)
২. দু-পেয়ে গরু-ছাগল: ... এদের সংখ্যাও কম না(জরীপ করা দরকার)। অতীতে ছাগুর যে ডেফিনেশন ছিল সেটা মনে হয় পরিবর্তন হচ্ছে। ইদানিং বুদ্ধিপ্রতিবন্ধী বলদের সংখ্যাও উদ্ব্যেগজনক।
পেজ-৫: এক আসনের(সংরক্ষিত নারী আসন) জন্য লড়ছেন ৩৫ জন। আলোচনায় আছেন ১৫জন লাইকা(নায়িকা)। কবরী, অরূণা বিশ্বাস, মৌসুমি, রোকেয়া প্রাচী, শমী কায়সার, তারিন, অপু, জ্যোতি... সহ আরো অনেকে। (এফডিসিটা সংসদ ভবনে করা হোক।)
ধনী বৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় বাংলাদেশ। অতিধনী বৃদ্ধির হারে প্রথম।(গতকালের প্রথম পেজ)
এদিকে গরীব মানুষের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ বিশ্বে ৫ম। দেশে হতদরিদ্র ২.৪১ কোটি, নিন্ম মধ্যম আয়ের মানুষ ৮.৬২কোটি।(আজকের প্রথম আলো)
প্রশ্ন হল, টাকার পাহাড় গড়ছে কারা? সরকারদলীয় নেতা/রাজনীতিবীদ, সুবিধাবাদী ব্যবসায়ী আর আমলারা?
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ আপাতত মন্তব্য করতে পারবেন না।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪২