মর্ত্যদেবীর উদোম নৃত্যের মাদকতা গ্রাস করে নিয়েছে সবটুকু নির্যাস,
রজনীগন্ধার গড়ন নিয়ে এলোকেশি অপ্সরা দিয়েছে নরকের আভাস।
রংধনু আঁকা দুচোখের পাপড়িতে অমানিশার তিথি,
সিঁদুর রাঙা ঠোঁটের হাসিতে কামনার অসুখ খেলেছে;
উত্তাল জল তরঙ্গে ঝিনুক কুড়ানো খেলা,
কপালে চন্দ্রিমার রূপকল্প এঁকে ভুলিয়েছে বিধি।
আমি ডুবেছি, বিলীন হয়েছি পঙ্কিলতার মোহে।
রক্তাক্ত রেশমি চুড়ি,
নিসর্গ নোলকে স্বপ্ন চুরি,
ঝুমকা জ্বালা হিয়ায় স্বর্গ গড়েছে অচিন গ্রহে।
আমি তারে ছুঁতে চেয়েও ছুঁতে পারিনি,
বৃষ্টির সুরের কাছে কান পেতে শুধু শুনেছি;
নগ্ন পায়ে নুপুরের প্রলয় ধ্বনি।
--- আরণ্যক
২৮এ মে, ২০১৪