জানি আমার ঘর উজাড় করে দিয়ে;
তুমি আমাকে নিঃশেষ করবে,
মুক্তি মিলবেনা কখনও ব্যথার শেকল হতে,
জানি আমার যত স্বপ্ন সব এলোমেলো করে দিয়ে;
তুমি আমাকে বদনাম করবে,
তবু তোমাকেই ভালোবাসার রঙে সাজিয়ে নেবো;
আমার হৃদয়ের গহীনে আপন করে,
পৃথিবী কী আর কাঁদবে;
তুমিও আমাকে চিরটাকাল মনে রাখবে।
জানি পদ্ম পাতায় জমে থাকা এক বিন্দু জলের মতো মন নিয়ে;
তুমি আমাকে প্রতারিত করবে,
সুখ ফিরবেনা কখনও দুঃখের জঞ্জাল হতে,
জানি আমার যত তৃষ্ণা সব বিষের পেয়ালায় দূর করে দিয়ে;
তুমি আমাকে পরাজিত করবে,
তবু তোমাকেই বধূ বেশে বরণ করে নেবো;
আমার ফুলশয্যার রাত্রিতে আপন সঙ্গী করে,
তোমার কোলে মাথা রেখে মৃত্যু কী আর হাসবে;
তুমিও আমাকেই ভেবে চিরটাকাল শুধু কাঁদবে।
--- আরণ্যক
১৯ ই মে, ২০১৪
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৫