আসিয়াছে শীতকাল
মার হাতে গড়া, কই মিঠে কড়া
তালের পিঠা তাল?
ধুপির কুপিটা কই?
তেল সলতের খোঁজ কে রাখিবে?
দাদিও ওপারে ঐ।
চিতয়ের চাঁদ চুপ।
সাতপুতির ঐ ছাঁচ কি আজিকে
রুপকাহিনীতে ডুব?
দই বড়া আহা দই
নানী যে হাসিত নিয়া ভরা বাটি
সাবিনা আমার কৈ?
পাটি শাপটার পাটি
মুড়িয়া সময় উড়িয়া গিয়াছে
আরতো শুনি না রা’টি।
ঝাল পুলি আহ! ঝাল
আলু ভাজি ভরা খালামার গড়া
স্বাদে পুড়িত যে গাল!
গরম গরম ফুঁহ!
বাদাম বিকেল বিলোপ সকল
ভাইবোন ভরা উহ!
শেমায় পিঠার ধূম
নাই নাই আর শাশুড়ি মায়ের
রচনায় উম উম!
চুলার উদরে আহ!
কুসুম গরম বকরির দুধ
পাগল পরান নাহ?
নতুন গমের ভাত
খেজুর লালিতে, গোলাপ থালিতে
মাখামাখি মুখ হাত।
ছিটা পিঠা ছিট ছিট
বুয়ার হাতের যতনে আসিয়াছে শীতকাল
মার হাতে গড়া, কই মিঠে কড়া
তালের পিঠা তাল?
ধুপির কুপিটা কই?
তেল সলতের খোঁজ কে রাখিবে?
দাদিও ওপারে ঐ।
চিতয়ের চাঁদ চুপ।
সাতপুতির ঐ ছাঁচ কি আজিকে
রুপকাহিনীতে ডুব?
দই বড়া আহা দই
নানী যে হাসিত নিয়া ভরা বাটি
সাবিনা আমার কৈ?
পাটি শাপটার পাটি
মুড়িয়া সময় উড়িয়া গিয়াছে
আরতো শুনি না রা’টি।
ঝাল পুলি আহ! ঝাল
আলু ভাজি ভরা খালামার গড়া
স্বাদে পুড়িত যে গাল!
গরম গরম ফুঁহ!
বাদাম বিকেল বিলোপ সকল
ভাইবোন ভরা উহ!
শেমায় পিঠার ধূম
নাই নাই আর শাশুড়ি মায়ের
রচনায় উম উম!
চুলার উদরে আহ!
কুসুম গরম বকরির দুধ
পাগল পরান নাহ?
নতুন গমের ভাত
খেজুর লালিতে, গোলাপ থালিতে
মাখামাখি মুখ হাত।
বাবা ঝামায়তো জাম
সে জাম খাইয়া ভুলিয়া যাইতাম
বাবারে! বাবার নাম!
ছিটা পিঠা ছিট ছিট
বুয়ার হাতের যতনে রোচিত
বুয়া কই সেই ট্রিট?
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২১