খোশে কখন খসে পড়ে, রোষে কখন কাঠ?
অভিমানে পাথর কখন, কে দেখে তার ঠাঁট?
এত্তো পাজি! তারাবাজী করে আকাশময়!
অন্ধ এমন, নেবুলাতেও আছে কি তার ভয়?
অতলান্তের পাশে বসে গঙ্গাতে সাঁতরায়।
এমনতর আদিখ্যেতা কেমনে সওয়া যায়?
ওর সাথে জোড় বাধা আমার সাজে কি আর হুঁ?
চুলে তো হায়! পাক ধরেছে সাফ করে ওর গু।
কাল রাতে সে ফের পেতেছে মরণ চাঁদের ফাঁদ।
ছল জ্যোৎস্নার জলে ভেসে লক্ষ্য যে বরবাদ।
কর্মসূচি কুচি কুচি, ব্যর্থ আয়োজন।
ঠকে ঠকে ফতুর, ওকে নাই আর প্রয়োজন।
ঠাণ্ডা মাথায় গুম করেছে খুব জরুরী ঘুম!
কোন চুলাতে? উজ্জা, লাত এ, ধুম চেষেছে জুম?
অল্পতো নয়, অল্পতো নয় বেশী রকম বদ।
ক্যমনে ওরে ছাঁটাই করে কাটাই নিরাপদ?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৫