তুমিই আমার প্রথম দেখা সবচেয়ে রূপবতী মেয়ে- এ কথাটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো না, কখনোই না। তবে তুমি সুন্দর, তুমি রূপবতী একজন মেয়ে। তোমাকে দেখলেই যেকোনো ছেলের বুকের ভেতরটাতে অš-ত একবার হলেও মোচর দিয়ে উঠবে! মিস হয়ে যাবে দুটো কিংবা তারও বেশী হার্টবিট, বা যেটাকে আমরা শুদ্ধ বাংলায় হৃদস্পন্দন বলি! শুধু তোমার চোখের দিকে তাকিয়েই একটি ছেলে হারিয়ে ফেলতে পারে তার সব কিছু জ্ঞান। একটি ছেলের যা কিছু জ্ঞান আছে, তার সবটুকুই বের করে দিয়ে তাকে তুমি অজ্ঞান করে দিতে পারো শুধু তোমার ঐ অপূর্ব চোখ দুখানা দেখিয়েই! তোমার হাতের সরু আঙুলগুলোর দিকে তাকিয়ে কোনো ছেলে ভেবে নিতেই পারে- সে দেখছে অপূর্ব কিছু শিল্পকর্ম, যা কোনো এক পারদর্শী শীল্পির পরম মমতা নিয়ে গড়া হয়েছে। তোমার গভীর কালো ভ্র“ দুটো দেখে যে কেউ চমকে যেতে পারে, আর সেই চমকানো অবস্থাতেই কেটে যেতে পারে তার অনš-কাল। সে হারিয়ে ফেলতে পারে তার জীবনের মহামূল্যবান সময়গুলো। তোমার সুন্দর ঐ নাকটা, যেটা দিয়ে প্রতিদিন নিঃশ্বাস নাও তুমি, সর্দি লাগলেই যে নাকটা দিয়ে তুমি সুমধুর সুর তোলো এবং সময় পেলেই যেটা দিয়ে তুমি অনাহূত ময়লা এক নিমিষেই ঝেড়ে ফেলে দাও, সেই নাকটার দিকে তাকিয়েই যেকোনো ছেলে অবাক বিস্ময়ে হতবাক হয়ে যেতে পারে। আর একবার হতবাক হলেই তো কাজ সাড়া! সে আর কোনোদিন তোমাকে তার কন্ঠ দিয়ে কোনো গান বা কবিতা শোনাতে চাইলেও শোনাতে পারবে না। এমন কি মুখ ফুটে বলতেও পারবে না- “ভালোবাসি তোমাকে!”। ওয়াও, কী সিরিয়াস ব্যাপাররে বাবা! তবে তোমার কান দুটোর কোনো তুলনা হয় না। তারপরও তুলনা করছি, যদিও তোমার কান দুটোর পরিমাপের সাথে সে জিনিসটার মিল কখনোই হবে না। তোমার কান দুটোকে দেখে আমার মনে হয়েছে সেগুলো যেন স্বর্গের কোনো অপ্সরীর হাতে ধরা অভাবনীয় কোমল পালকে গড়া দুটি পাখা। যে পাখা দিয়ে বাতাস খাওয়ার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করি প্রতিটি মুহূর্ত, করছি এখনো। আমাকে প্রচন্ড গরম লাগলেই তাই প্রথমেই মনে হয় তোমার কান দুটো কথা, তারপর তোমার কথা ( বিশেষ দ্রষ্টব্যঃ গরম না লাগলে বাতাস খাওয়ার কোনো মানেই হয় না, যেমন, শীতকাল )!
আর তোমার চুলগুলোকে দেখলে তো নিজেকে আর কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারি না। যখন বাতাসে তোমার চুলগুলো উড়-উড়- করে, তখন নিজেকে কেন যেন সুপার ম্যান মনে হয় আমার। তোমার চুলগুলোর মতো করে নিজেকে বাতাসে উড়াতে গিয়ে কতোবার যে আছাড় খেয়েছি তার ইয়ত্তা নেই! আর .... .... .... .... ....!!!!
থাক, তোমার গুণোগান গাওয়া অনেক হলো, আর না। শব্দগুলোকে আর সুশৃঙ্খল ভাবে সাজাতে পারছি না । আমি যতোই সেগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজাতে চাইছি সেগুলো ঠিক ততোবারই বিশৃঙ্খল বা এলামেলো হয়ে যাচ্ছে! তাই নিজেই অফ মেরে গেলাম এবারের মতো।
একটু মজা করলাম তোমার সাথে। কিছু মনে কোরো না তুমি, এবং সেটা কখনোই না। তুমি কী ভাবছো এটা জানি আমি। ভাবছো- কী ডেঞ্জারাস বেয়াদব ছেলেরে বাবা! কী সাংঘাতিক! অথবা ভাবতে পারো এটাও- আমি আর কিছু না হোক তোমাকে প্রেম নিবেদন করছি আর কি! অন্যান্য ছেলেরা যেমন করে ঠিক তেমনি, রাবিশ!
না, ধারনাটা ভুল তোমার, আমি তোমাকে প্রেম-ট্রেম নিবেদন করছি না ( ট্রেম শব্দের আভিধানিক অর্থটা আমার জানা নেই, তোমার জানা থাকলে একটু জানিয়ে দিও আমাকে)। মানুষের খুব কাছাকাছি বা খুব ঘনিষ্ঠ হতে হলে ঠিক কী করতে হয় সেটা আমি আদৌ জানি না, বা জানা হয়ে ওঠেনি এখনো। সবচেয়ে বড় কথা বন্ধুত্ব, যেটা শুধু ছেলে বা মেয়ে হিসেবে প্রতিটি মানুষ চায়। তাই চাই আমিও। আমরা ভালো কথা বলি অনেকেই, কিন্তু মনের ভিতরের কথাটা জানা হয়ে ওঠে না কখনো কখনো। বা জানলেও সেটা হয়ে যেতে পারে খুব দুঃখজনক কোনো ঘটনা। তাই মানুষ হিসেবে তুমি যেমন আমার কাছে খারাপ কিছু আশা করো না, ঠিক তেমনি তোমার বেলাতেও ঐ একই কথা প্রযোজ্য।
একজন অপরিচিত হিেিসবে বোধয় একটু বেশীই অনধিকার চর্চা করে ফেললাম আমি। যা হোক, সেটা তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বা বিচার করবে এটাই আমি আশা করি, অথবা বলতে পারো প্রার্থনা করি।
ভালো থেকো তুমি, ভালো থেকো প্রতিদিন, প্রতিটি মুহূর্ত। প্রতিদিনের সুখগুলো যেন ছুঁয়ে যায় তোমায় প্রতিটি মুহূর্তে।
প্রেম নিবেদনের সহজ উপায় (সফলতা নিশ্চিত) !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন