
১। আপনি যদি মন্ত্রী মিনিস্টার কিংবা কোন হেডা হন, তাইলে অনেক সময়ে গোপন মিটিং এ বসতে হয়।। এই মিটিং গুলোতে মাঝে মাঝে মিডিয়া হানা দেয়। আপনি যদি লুঙ্গি পরে থাকেন তাহলে কোন ছবি তোলার আগেই লুঙ্গি দিয়ে মুখ ঢাকতে পারবেন । হাতের ব্যবহারের চেয়ে লুঙ্গির ব্যবহার এখানে অনেক সেভ

২।মনে করেন আপনার অনেক হাগা পাইছে,




৩।আম কিংবা বরই যাই হোক না কেন পারতে গেলে পরে ফাইটা যাই। এমন সময় নিচে কেউ লুঙ্গি নিয়া হাত ফাক কইরা দাড়াইয়া থাকে তাইলে সব আম আর বগর অই লুঙ্গিতে পরবো। ফাইটা যাওনের কোন চিন্তা নাই

৪।শীতকালে কাঁথা মুড়ি দিয়া ঘুমাইছেন, কখন যে কাঁথা সইরা গেছেন টেরও পান নাই, আর খুব ঠান্ডাও লাগতেছে কাঁথাও তুলতে ইচ্ছা করতেছে না। এমন সময় আপনার পরনে লুঙ্গি থাকলে লুঙ্গিটারে কাঁথা হিসাবে ব্যবহার করে শীত নিবারন করবার পারবেন

লুঙ্গির পড়নের ঊপকারিতাঃ
১।আপানার খাওন পড়নের টাকা নাই, যান বারিধারার রাস্তায় লুঙ্গি পইড়া হাটা দেন, পুলিশ আপ্নারে শ্রীঘরে লইয়্যা যাইবো, যেখানে থাকা খাওয়া সব ফ্রী

২।আজকাল রাস্তা ঘাটে রাহাজানি ছিনতাই বেড়ে গেছে, কোট টাই পরা লোক দেখলেই পিছু লাগে, তাই অফিস কিংবা গ্রামের বাড়ি যেখানেই যান না কেন লুঙ্গি পরে যান,


৩।সারা শরীরে বাতাস লাগাইতে চান অথবা বাতাস খাইতে চান


৪।লুঙ্গি পরে টয়লেট করার যে আরাম তা আর কিছুতেই পাওয়া সম্ভব নহে
৫। রাতে লুঙ্গি পরে যে একবার ঘুমিয়েছে সে এই সুখ আর অন্য কিছুতে কল্পনাও করতে পারে না।

সাবধানতাঃ
১।বিচ এ কখনো লুঙ্গি পরে গোসলে যাবেন না, জোয়ারে লুঙ্গি ভাইসা যাইতে পারে ঢেউএর তালে ধরে রাখতে পারবেন না।

২।মেয়েদের স্কুলের সামনে দিয়া হেঁটে যাওয়ার সময় লুঙ্গি ধইরা হাইটেন, যদি কোন কারনে খুইলা যায় কি হইব আর কওন লাগে না।

ভবিষ্যতের বারিধারা



আসুন দলে দলে লুঙ্গি মার্চে যোগ দেই
ইভেন্টঃLungi march to baridhara park
পরিশেষে কইবার চাই, আসুন নিজে লুঙ্গি পরি অপরকে লুঙ্গি পরতে উদবুদ্ধ করি।। দেশের ট্রেডিশন বাঁচিয়ে রাখি.....
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫