ঠিক দু বছর আগে এই দিনে শুরু হয়েছিল আমার ব্লগার হিসাবে জীবন। এখনো শিখে যাচ্ছি।আরো ভালো কিছু যেন লিখতে পারি তাই সবার কাছে দোয়া চাচ্ছি। আর যারা আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সবাইরে জানাই অনেক অনেক ভালোবাসা, বিশেষ করে চেয়ারম্যান০০৭ , এবং ঘুড্ডির পাইলট কে

পোস্ট:
প্রতিদিন সকালে খবরের কাগজটা খুললেই ধর্ষন আর ধর্ষন।


এটা না করে যদি সংবাদপত্রগুলো যদি ধর্ষকদের শাস্তির কথা ছাপতো,( এখানে এই বিচার হয়েছে, ওখানে ধর্ষককে ফাঁসি দেয়া হয়েছে...) তাহলে জানোয়ার গুলো ভয় পেত। কিন্তু সেটা কেনোই বা তারা করবে, এতে কি তাদের পাবলিসিটি বাড়বে??


আমরা শেখ মুজিবের বাংলাদেশ চাই না, আমরা জিয়ারও বাংলাদেশ চাই না, আমরা একজন সাধারন বাঙ্গালীর সপ্নের সোনার আর ধর্ষকমুক্ত বাংলাদেশ চাই।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২