আপডেটঃ ১৮/০৩/২০১৯
বাংলা ভাষায় মত প্রকাশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় একটি মঞ্চ সামহোয়্যারইন ব্লগকে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পর্ণগ্রাফিক এবং জুয়ার সাইট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ থেকে এর ব্যবহার বন্ধ করে দিয়েছে। দেশ বিদেশে বিভিন্ন সংবাদমাধ্যম গুরুত্ব সহকারে সামহোয়্যারইন ব্লগের মত একটি জনপ্রিয় মত প্রকাশের সাইটকে পর্ণগ্রাফিক সাইট হিসেবে বন্ধ করার বিষয়ে নিন্দা জানিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রায় আমন্ত্রন জানানো হয়েছিলো সামহোয়্যারইন ব্লগের সহপ্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানাকে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায়, বিটিআরসির এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই ব্লগটি কোন পর্ণগ্রাফিক সাইট নয় এবং জাতীয় স্বার্থে ব্লগারদের ভুমিকা কি। তিনি এটাও মনে করেন, সামহোয়্যারইন সাইটকে যদি বন্ধ করতেই হয়, তাহলে অন্তত সত্যটি স্বীকার করে তা করা উচিত, মিথ্যে কথার বেসাতি দিয়ে নয়।
চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রায় কথা বলছেন - জানা আপা
ইউটিউবে দেখার লিংক হলোঃ
আপডেট:
প্রিয় ব্লগার,
মাতৃভাষায় গণতন্ত্র চর্চার অধিকারের প্রতি দায়িত্বশীলতা এবং শ্রদ্ধা বরাবরের মতই সমুন্নত রাখুন সবসময়, সর্বত্র। পাশাপাশি দেশের আইন এবং বিচার ব্যবস্থায় শ্রদ্ধা ও আস্থা রাখুন। আমরা আমাদের পেশাদার দায়িত্বশীলতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলাম এবং থাকবো। মনে রাখুন, সত্যের জয় অবধারিত এবং অপপ্রচারের মৃত্যু নিশ্চিত। সময় কথা বলে।
পরিস্থিতির সুস্থ ও সুষ্ঠু সমাধানে গত ১৯ই ফেব্রুয়ারীতে বিটিআরসিকে লেখা সামহোয়্যার ইন থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ন মেইলের কোন উত্তর আমরা এখনও পাইনি। একটি সভ্য ও সহনশীল সময় পর্যন্ত অপেক্ষা করে আমরা বাক স্বাধীনতার পক্ষে কর্মরত এবং সংশ্লিষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রায় সকল যোগাযোগের জায়গাগুলোতে ইতিমধ্যে বিষয়টি বিস্তারিত জানিয়েছি।
ইতিমধ্যে আন্তর্জাতিক এবং দেশের বেশ কয়েকটি গণমাধ্যম উক্ত বিষয়ে উপযুক্ত তদন্ত করে তাঁদের দৈনিকগুলোতে এবং অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা সকল বাংলা ব্লগারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের অবগতির জন্যে এখানে কিছু সংবাদের লিঙ্ক দেয়া হলো
আপডেটঃ
২৮/০২/২০১৯
জনপ্রিয় ব্রিটিশ সংবাদপত্র 'ডেইলি মেইল' সামহোয়্যারইন বন্ধ নিয়ে একটি রিপোর্ট করেছে।
Bangladesh shuts down popular blogging site in crackdown
ভারতের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্যা ওয়্যার (the wire) এ প্রকাশিত সামহোয়্যারইন নিয়ে রিপোর্ট
बांग्लादेश की सरकार ने चर्चित ब्लॉगिंग साइट पर प्रतिबंध लगाया
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা আরব নিউজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সামহোয়্যারইন ব্লগ বন্ধের ঘটনা।
Bangladesh shuts down popular blogging site in crackdown
আপডেটঃ ২৭/০২/২০১৯
‘পর্নোসাইটের তালিকায়’ সামহোয়্যারইন ব্লগ, গুগল বুকস - ডয়চে ভেলে
সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ - প্রথম আলো
Major Bangla blog, Google Books on BTRC porn list
সামহোয়্যারইনব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে, অভিযোগ কর্তৃপক্ষের
পর্নোসাইটের তালিকায় সামহোয়্যারইন ব্লগ গুগল বুকস
Bangladeshi government targets worlds largest bengali blogging platform in porn censorship spree
Netizen report: Both Bangladesh and South Korea are waging a war on porn and paving the way for political censorship
BTRC attempts to silence the voice of bloggers
সামহোয়ারইন ব্লগ বন্ধ: উদ্বেগ জানিয়ে ৩৩ ‘সচেতন নাগরিকের’ বিবৃতি
কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধে বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ
এই ব্লগে একেবারে যারা নতুন তাঁদের জন্যে কিছু তথ্য দিয়ে রাখতে চাই:
বাংলাদেশ সরকার সামহোয়্যার ইন ব্লগ কে দু'বার জাতিয় পর্যায়ে পুরস্কৃত করে সম্মানিত করেছে:
ক) ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
খ) ই-এশিয়া ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
সামহোয়্যার ইন ব্লগ এশিয়ার সুপরিচিত 'রেড হেরিং' পুরস্কার অর্জন করে- ২০১০
বিশ্বজুড়ে নানান দেশ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বিশেষ সংস্থার আমন্ত্রণে বাকস্বাধীনতা ও ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং মতামত দিয়ে, বিষয়ভিত্তিক গবেষণায় সংযুক্ত থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে সামহোয়্যার ইন ব্লগ।
বিগত ১৩টি বছরে সামহোয়্যার ইন ব্লগ তার বাকস্বাধীনতা সংক্রান্ত কর্মকান্ডের জন্যে বিশ্বজুড়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও পর্যালোচনায় রয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষা, যুদ্ধাপরাধীর বিচার, সামাজিক ইতিবাচক পরিবর্তনে, সমাজে প্রচলিত কুসংস্কার/কুপ্রথা রোধে, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, উল্লেখযোগ্য সংখ্যক জীবন বাঁচাতে ব্লগারদের সম্মিলিত সফল প্রচেষ্টাসহ হাজারো মঙ্গলজনক কর্মকান্ড সহ ব্লগারদের অসাধারণ সাংগঠনিক সাফল্য অস্বীকার করার কোন পথ নেই। ব্লগের এইসব অজুত নিজুত অর্জন কোন একজনের 'বিকৃত সিদ্ধান্তে' পরিবর্তিত হয়না।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় সামহোয়ারইন ব্লগ ও গুগল বুকসের নাম উঠে আসায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক ফোরামে এই নিয়ে আলোচনা এবং সংবাদ প্রচারিত হয়েছে। সেই লিংকগুলো এই পোষ্টে সংযুক্ত করা হলো। পাশাপাশি, সকল ব্লগার এবং সচেতন মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমাদের পাশে আছেন। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় গুগল বুকস, সামহোয়ারইনব্লগ
প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা জানবেন। গত ১৭ই ফেব্রুয়ারী ২০১৯ তারিখে আমরা জানতে পারি অনেকেই সামহোয়্যারইন ব্লগ প্রবেশ করতে পারছেন না। তাৎক্ষনিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে কোন সমস্যা খুঁজে পাইনি এবং নিশ্চিত হই যে, এই সমস্যাটি ব্লগের নিজস্ব কোন কারিগরী ত্রুটির কারনে হচ্ছে না। যে সকল আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগে প্রবেশ করতে সমস্যা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয় নি। সকলেই তাদের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করতে আমাদের কাছে সময় চেয়েছেন। পাশাপাশি, এই ধরনের কোন স্থগিতাদেশের ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষ থেকে কোন নির্দেশনাও পাইনি।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, সরকারের নির্দেশে দেশে বেশ কিছু অশ্লীল/অনৈতিক (পর্ন এবং জুয়া) সাইট বন্ধ করে দেয়ার একটি তালিকা আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে। এ'টি নিঃসন্দেহে সরকারের একটি মহৎ উদ্দেশ্য। সামাজিক সুস্থতায় সরকারের এই উদ্দোগটিতে আমরা সাধুবাদ জানাই এবং সফলতা কামনা করি।
সকলের জানার সুবিধার্থে বলছি, সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। গত এক যুগ ধরে মত বিনিময়, গণতন্ত্র চর্চা, জনমত গঠন এবং সুকুমারবৃত্তি চর্চার উন্মুক্ত মাধ্যম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ফলে অনেক ধরনের কোম্পানী অনলাইনে তাদের প্রচারণার জন্য আমাদের কাছে বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পাঠায়। এই ক্ষেত্রে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা বিরুদ্ধ সকল প্রস্তাব কঠোরভাবে নাকচ করি। এমন কি আমাদের নীতিমালায় কোন ধুমপান, সিগারেট বা নেশাদ্রব্যের বিজ্ঞাপণের অনুমোদন নেই। এই বিষয়টি আশা করি সংশ্লিষ্ট সকলেরই নজরে ছিল এবং রয়েছে।
আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি এবং আশা করি আপনাদেরও মনে আছে - পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারী নির্দেশে বিটিআরসি কর্তৃক কিছু সাইট স্থগিত/বন্ধ করতে গিয়ে গুগল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মাধ্যমও কোন ভাবে বিঘ্নিত হয়ে যায়। একইভাবে সামহোয়্যারইন ব্লগও সেই তালিকা/সমস্যার আওতায় পড়ে এবং এরপর সরাসরি বিটিআরসি'র কর্মকর্তাদের সাথে ইমেইলে যুক্তিসংগত যোগযোগ করে, আলোচনার মাধ্যমে সামহোয়্যার ইন ব্লগের মত একটি বিশাল সুস্থ মতবিনিয়ের জায়গাটিকে ফিরিয়ে আনা হয়।
আমরা যাবতীয় অযাচিত ভুল-ভ্রান্তি বা অন্যায় নিয়ন্ত্রণের শঙ্কা থেকে যুক্তি সঙ্গতকারণেই মুক্ত থাকতে চাই। আশা করি চলমান সমস্যাটিতে বিশেষ নজর থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং ক্ষেত্র বিশেষে আরো পেশাদারিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছি।
সকলের মঙ্গল হোক। শুভ ব্লগিং।
আপডেট:
প্রিয় ব্লগার,
মাতৃভাষায় গণতন্ত্র চর্চার অধিকারের প্রতি দায়িত্বশীলতা এবং শ্রদ্ধা বরাবরের মতই সমুন্নত রাখুন সবসময়, সর্বত্র। পাশাপাশি দেশের আইন এবং বিচার ব্যবস্থায় শ্রদ্ধা ও আস্থা রাখুন। আমরা আমাদের পেশাদার দায়িত্বশীলতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলাম এবং থাকবো। মনে রাখুন, সত্যের জয় অবধারিত এবং অপপ্রচারের মৃত্যু নিশ্চিত। সময় কথা বলে।
পরিস্থিতির সুস্থ ও সুষ্ঠু সমাধানে গত ১৯ই ফেব্রুয়ারীতে বিটিআরসিকে লেখা সামহোয়্যার ইন থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ন মেইলের কোন উত্তর আমরা এখনও পাইনি। একটি সভ্য ও সহনশীল সময় পর্যন্ত অপেক্ষা করে আমরা বাক স্বাধীনতার পক্ষে কর্মরত এবং সংশ্লিষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রায় সকল যোগাযোগের জায়গাগুলোতে ইতিমধ্যে বিষয়টি বিস্তারিত জানিয়েছি।
ইতিমধ্যে আন্তর্জাতিক এবং দেশের বেশ কয়েকটি গণমাধ্যম উক্ত বিষয়ে উপযুক্ত তদন্ত করে তাঁদের দৈনিকগুলোতে এবং অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা সকল বাংলা ব্লগারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের অবগতির জন্যে এখানে কিছু সংবাদের লিঙ্ক দেয়া হলো
আপডেটঃ
২৮/০২/২০১৯
জনপ্রিয় ব্রিটিশ সংবাদপত্র 'ডেইলি মেইল' সামহোয়্যারইন বন্ধ নিয়ে একটি রিপোর্ট করেছে।
Bangladesh shuts down popular blogging site in crackdown
ভারতের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্যা ওয়্যার (the wire) এ প্রকাশিত সামহোয়্যারইন নিয়ে রিপোর্ট
बांग्लादेश की सरकार ने चर्चित ब्लॉगिंग साइट पर प्रतिबंध लगाया
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা আরব নিউজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সামহোয়্যারইন ব্লগ বন্ধের ঘটনা।
Bangladesh shuts down popular blogging site in crackdown
আপডেটঃ ২৭/০২/২০১৯
‘পর্নোসাইটের তালিকায়’ সামহোয়্যারইন ব্লগ, গুগল বুকস - ডয়চে ভেলে
সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ - প্রথম আলো
Major Bangla blog, Google Books on BTRC porn list
সামহোয়্যারইনব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে, অভিযোগ কর্তৃপক্ষের
পর্নোসাইটের তালিকায় সামহোয়্যারইন ব্লগ গুগল বুকস
Bangladeshi government targets worlds largest bengali blogging platform in porn censorship spree
Netizen report: Both Bangladesh and South Korea are waging a war on porn and paving the way for political censorship
BTRC attempts to silence the voice of bloggers
সামহোয়ারইন ব্লগ বন্ধ: উদ্বেগ জানিয়ে ৩৩ ‘সচেতন নাগরিকের’ বিবৃতি
কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধে বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ
এই ব্লগে একেবারে যারা নতুন তাঁদের জন্যে কিছু তথ্য দিয়ে রাখতে চাই:
বাংলাদেশ সরকার সামহোয়্যার ইন ব্লগ কে দু'বার জাতিয় পর্যায়ে পুরস্কৃত করে সম্মানিত করেছে:
ক) ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
খ) ই-এশিয়া ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
সামহোয়্যার ইন ব্লগ এশিয়ার সুপরিচিত 'রেড হেরিং' পুরস্কার অর্জন করে- ২০১০
বিশ্বজুড়ে নানান দেশ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বিশেষ সংস্থার আমন্ত্রণে বাকস্বাধীনতা ও ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং মতামত দিয়ে, বিষয়ভিত্তিক গবেষণায় সংযুক্ত থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে সামহোয়্যার ইন ব্লগ।
বিগত ১৩টি বছরে সামহোয়্যার ইন ব্লগ তার বাকস্বাধীনতা সংক্রান্ত কর্মকান্ডের জন্যে বিশ্বজুড়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও পর্যালোচনায় রয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষা, যুদ্ধাপরাধীর বিচার, সামাজিক ইতিবাচক পরিবর্তনে, সমাজে প্রচলিত কুসংস্কার/কুপ্রথা রোধে, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, উল্লেখযোগ্য সংখ্যক জীবন বাঁচাতে ব্লগারদের সম্মিলিত সফল প্রচেষ্টাসহ হাজারো মঙ্গলজনক কর্মকান্ড সহ ব্লগারদের অসাধারণ সাংগঠনিক সাফল্য অস্বীকার করার কোন পথ নেই। ব্লগের এইসব অজুত নিজুত অর্জন কোন একজনের 'বিকৃত সিদ্ধান্তে' পরিবর্তিত হয়না।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় সামহোয়ারইন ব্লগ ও গুগল বুকসের নাম উঠে আসায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক ফোরামে এই নিয়ে আলোচনা এবং সংবাদ প্রচারিত হয়েছে। সেই লিংকগুলো এই পোষ্টে সংযুক্ত করা হলো। পাশাপাশি, সকল ব্লগার এবং সচেতন মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমাদের পাশে আছেন। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় গুগল বুকস, সামহোয়ারইনব্লগ
প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা জানবেন। গত ১৭ই ফেব্রুয়ারী ২০১৯ তারিখে আমরা জানতে পারি অনেকেই সামহোয়্যারইন ব্লগ প্রবেশ করতে পারছেন না। তাৎক্ষনিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে কোন সমস্যা খুঁজে পাইনি এবং নিশ্চিত হই যে, এই সমস্যাটি ব্লগের নিজস্ব কোন কারিগরী ত্রুটির কারনে হচ্ছে না। যে সকল আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগে প্রবেশ করতে সমস্যা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয় নি। সকলেই তাদের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করতে আমাদের কাছে সময় চেয়েছেন। পাশাপাশি, এই ধরনের কোন স্থগিতাদেশের ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষ থেকে কোন নির্দেশনাও পাইনি।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, সরকারের নির্দেশে দেশে বেশ কিছু অশ্লীল/অনৈতিক (পর্ন এবং জুয়া) সাইট বন্ধ করে দেয়ার একটি তালিকা আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে। এ'টি নিঃসন্দেহে সরকারের একটি মহৎ উদ্দেশ্য। সামাজিক সুস্থতায় সরকারের এই উদ্দোগটিতে আমরা সাধুবাদ জানাই এবং সফলতা কামনা করি।
সকলের জানার সুবিধার্থে বলছি, সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। গত এক যুগ ধরে মত বিনিময়, গণতন্ত্র চর্চা, জনমত গঠন এবং সুকুমারবৃত্তি চর্চার উন্মুক্ত মাধ্যম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ফলে অনেক ধরনের কোম্পানী অনলাইনে তাদের প্রচারণার জন্য আমাদের কাছে বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পাঠায়। এই ক্ষেত্রে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা বিরুদ্ধ সকল প্রস্তাব কঠোরভাবে নাকচ করি। এমন কি আমাদের নীতিমালায় কোন ধুমপান, সিগারেট বা নেশাদ্রব্যের বিজ্ঞাপণের অনুমোদন নেই। এই বিষয়টি আশা করি সংশ্লিষ্ট সকলেরই নজরে ছিল এবং রয়েছে।
আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি এবং আশা করি আপনাদেরও মনে আছে - পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারী নির্দেশে বিটিআরসি কর্তৃক কিছু সাইট স্থগিত/বন্ধ করতে গিয়ে গুগল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মাধ্যমও কোন ভাবে বিঘ্নিত হয়ে যায়। একইভাবে সামহোয়্যারইন ব্লগও সেই তালিকা/সমস্যার আওতায় পড়ে এবং এরপর সরাসরি বিটিআরসি'র কর্মকর্তাদের সাথে ইমেইলে যুক্তিসংগত যোগযোগ করে, আলোচনার মাধ্যমে সামহোয়্যার ইন ব্লগের মত একটি বিশাল সুস্থ মতবিনিয়ের জায়গাটিকে ফিরিয়ে আনা হয়।
আমরা যাবতীয় অযাচিত ভুল-ভ্রান্তি বা অন্যায় নিয়ন্ত্রণের শঙ্কা থেকে যুক্তি সঙ্গতকারণেই মুক্ত থাকতে চাই। আশা করি চলমান সমস্যাটিতে বিশেষ নজর থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং ক্ষেত্র বিশেষে আরো পেশাদারিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছি।
সকলের মঙ্গল হোক। শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৭