সংখ্যালঘুদের ক্ষতি বিএনপি বরদাশত করবে না: খালেদা
হা গতকালকের খালেদা জিয়ার ঘোষণা এটি। আমার মত ব্লগারদের জন্য চুলকানি মার্কা বাক্য ছাড়া আর তেমন কোনও গুরুত্ত্ব বহন করে না খালেদার এই ঘোষণাটি। কেউ কেউ অবশ্য খুশি হয়েছেন বকরী ঈদের আনন্দের মত। সেই খুশির আনন্দে নিজের বগল বাজাচ্ছে আর বলছে যে খালেদা জিয়ার মত মানুষ ছাড়া এমন শক্ত কথা আর কে বলার মত ক্ষমতা রাখে এই দেশে ?
খালেদার বক্তব্যে খুশি হতে না পেরে, প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য মূলত এই পোস্ট লিখলাম। প্রথমে প্রশ্ন করে নিচ্ছি কক্সবাজারের রামুর গঠনা নিয়ে খালেদা জিয়া এত আগ্রহী হয়ে উঠলেন কেন ? তবে কী খালেদা জিয়ার কোনও স্বার্থ জড়িয়ে রয়েছে ?
বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করে দেখা যেতে পারে। যা আমার দৃষ্টিতে যথেষ্ঠ যৌক্তিক বলে মনে হয়, বর্তমান সরকারের আমলে কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাম্বোলিদের উপর হামলা হয়েছে। এর জন্য সরকার কে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না এটা ভাবা ঠিক না। জবাব দিতে হচ্ছে, সম্মান হারাতে হচ্ছে, আর এর জন্য সরকার যথেষ্ঠ পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন প্রশ্ন হলো এই সম্মান কার গেছে ? সরকারের নাকি বিরোধী দলের ? নাকি বাংলাদেশের ?
অবাক হয়েছি খালেদার কান্ড জ্ঞান দেখে, তদন্ত প্রতিবেদন তৈরি করেছে খালেদা জিয়া। যদিও এইসব তদন্তের মূল্য নেই। আমার মতের বিরোধীরা হয়তো একটু উত্তেজিত হয়ে উঠতে পারেন, প্লিজ উত্তেজিত হবেন না, ধৈর্য ধরে শুনে যান। যে খালেদা জিয়ার বগলের নিচে রয়েছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ধর্মীয় রাজনৈতিক দল জামাত, সেই খালেদা জিয়ার তদন্ত প্রতিবেদন এই মুহূর্তে কতটুকু গ্রহণ যোগ্য হবে ? কারণ রাজনৈতিক ভাবে জামাত পাকিস্তান ভিত্তিক একটি রাজনৈতিক দল মাত্র। যেই পাকিস্তানে এখনো ধমীয় উপাসনালয়, গির্জায় প্রকাশ্য দিনের আলোয় নির্বিচারে সংখ্যালঘুদের উপর হামলা চালায় এই জামাতীদের পাকিস্তান শাখার কর্মীরা হয় সেখানে এই জামাত নিয়ে খালেদা জিয়া কিসের ভিত্তিতে এত কনফিডেণ্ড হয়ে ভুল তথ্য সমৃদ্ধ তদন্ত প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার সাহস দেখাচ্ছে ?
আচ্ছা ঠিক আছে ধরে নিলাম, রামুর গঠনার সাথে সরকারের যোগ সূত্রতা রয়েছে। কিন্তু খালেদার গত শাসনামলের বাংলা ভাই, জে এম বি, সিরিজ বোমা, ধর্মীয় সহিংসতা বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের পরে সংখ্যালঘুদের উপর ইতিহাসের জগণ্যতম হামলা, সংখ্যালঘু নারীদের উপর পৈচাশিক হামলা, ভিবিন্ন মন্দির ও ধর্মীয় উপাসনালয় এর উপর হামলা এইগুলোর তদন্ত প্রতিবেদন কী কখনো খালেদা জিয়া প্রকাশ করেছে ?
ইতিহাস সাক্ষী ওই সময় ও এই খালেদা জিয়া আওয়ামীলীগের উপর হামলার দ্বায়ভার চাপিয়ে দিয়েছে। এখনো চাপিয়ে চলেছে। এর নাম কী রাজনীতি ?
এত কিছুর পরেও ও যখন খালেদার মুখ দিয়ে সেই মিথ্যা কথার ভূটকা কথা মালা বের হয়ে আসে তখন আসলে খুব ঘৃণিত মনে হয় নিজেকে। যে উনি নাকি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
হাসবো না কাদবো বুঝে উঠতে পারছি না।
@সুলতান মির্জা