১. প্রথমে মাইক্রোসফট এক্সেল খুলুন।
২. ওয়ার্কসিটের যে কোন সেল-এ লিখুন Code No.
3.পাশের সেলটি সিলেক্ট করুন। এই সেলে আমরা ড্রপডাউন লিস্ট তৈরী করবো।
৪. ড্রপডাইন লিস্ট তৈরী করার জন্য প্রথমে মেনু বারের, Data তারপরValidation-এ যান
৫. একটা উইনডো আসবে নিচের মতো
৬. এইখানে Allow-এর নিচে পপআপ মেনু নামিয়ে List সিলেক্ট করুন।
৭.Source -এ আপনি আপনার কমা দিয়ে ভেলুগুলো লিখুন, যা ড্রপডাউন বক্স-এ আপনি দেখতে চান।
৮. Ignore Blank চেক বক্সটি আনচেক করে, ওকে করুন
৯. দেখুন আপনার সিলেক্ট করা সেলে একটি ড্রপডাউন বক্স তৈরী হয়েছে।
বি: দ্র: রিসেন্টলী এই জিনিস টা শিখছি। উৎস ইন্টারনেট।