ছন্নছাড়া জীবনটা বেশ টানছে আমায়,
পেছন থেকে সামনে এসে কে বা থামায়?
বুট স্যুট আর মর্যাদার ওই আসন যত,
পারবে কি আর সুখ বিলাতে তোমার মত?
যাইহোক,, এসব কথা ছন্দের ঘোরে বেশ ভাল লাগলেও বাস্তবতা বেশ ভিন্ন। একটা উদ্ভট, বাউন্ডুলে, জীর্ণশীর্ণ জীবনের আহ্বানে আমি চলেতে চাই। আলিশান স্বপ্ন, রঙিন অঙ্গসজ্জা আর কুটুম-কুটুম খেলা আমার সইবে না। ওসব আমার জন্য না।
মনটা যথন থাকে ভাল স্বপ্ন শোনাও হাজার,
খারাপ হলে মেঘের ছায়ায় মন করে নাও বেজার।
এসব কথা বেশ পুরনো নতুন কিছু হবে,
নতুন কিছুই এই ছেলেটা নতুন ভাবে কবে।
আমি
ছেঁড়া কাপড়ে
মোড়ানো উস্কখুস্ক
ঠিকানাহীন আনমনা এক
পথিক হবো। পথের ধারে একটু
ছায়ায় গা এলিয়ে শান্ত হবো। কালো
পীচঢালা পথের উষ্ণ হাওয়ায় ঝাঁঝিয়ে উঠবে
চোখ। সেই সুযোগে সুখ হারানোর যন্ত্রণা জল মিশিয়ে
দেব ঝাঁঝিয়ে উঠা চোখের জলের সাথে। চেনা পথে নতুন
রঙের ঘোরে সেদিন থাকবে না জানি। তবুও আমি পড়ে রবো.....একা!
এই
ছেলেটি
বৃষ্টিঝরা রাতে
ছুটবে সম্মুখে। জলোচ্ছাসে
ভেসে যাওয়া জীবনের মত খড়কুটো
ধরে বাঁচার বৃথা চেষ্টা করবে না মন। জাহাজের
সামনে দাড়িয়ে উত্তাল ঢেউয়ের বুকে দিবো থাপ্পর কষে।
মেক্সিকো-আমেরিকা বা পাক-ভারত সীমান্ত পার হবো বুক ফুলিয়ে,
হয়তো এক শব্দেই হারিয়ে যাবে প্রদীপ আমার, নীভে যাবে আলো, যে আলো
দেখাতে পারেনি তোমার পথের দিশা। একটু নিশ্চয়তা আর আশ্বাসের অভাবে
সেদিন নৌশী রয়ে যাবে মিছে স্বপ্নের অতল গহ্বরে। হয়তো সেই দিনটিও তোমার কাছে
বর্তমান-ই হবে। তোমার তো আর ভবিষ্যতে ভরসা নেই। তবে সেদিনের বর্তমানটা আমার
কাছে বেশ স্বার্থক হবে। আর যাইহোক নৌশী সেদিন আমার কাছেই রবে, শুধু আমার কাছে,,,বিভোর ঘুমে!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:১৯