Bangladesh, a tea exporting country, will have to import tea within the next five years due to the fast-growing domestic demand, said an expert, reports UNB.
নিঃসন্দেহে দুঃখের সংবাদ এবং কিছুটা সুখের সংবাদ। দুঃখের এজন্য যে, দেশের রপ্তানি বাস্কেটের আরও একটা আইটেম কমল। যেখানে রপ্তানি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য আমরা গলা ফাটাইতেছি, সেখানে গরীব পোর্টফোলিও থেকে গুরুত্বপূর্ন একটা পন্যে রপ্তানি সক্ষমতা হারাচ্ছি এটা খুব দুর্ভাগ্যজনক।
আর একটু সুখের সংবাদ হলো, দেশের আভ্যন্তরীন চাহিদা বাড়া ভাল, কারন অধিক কনজাম্পশন নতুন বিনিয়োগ প্রলুব্ধ করে।
এই নিউজের ইমপ্লিকেশন কয়েকটা-
১. আমাদের চা উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে।
২. সম্ভাব্য আমদানী এস্টিমেট করে এই খাতে আমদানী বিজনেস করা যেতে পারে।
৩. দৈনিক এক কাপের অধিক চা খাওয়ার যৌক্তিকতা নিয়ে চিন্তা করার সময় এসেছে।
ব্লগাররা যে যে লাইনের লোক, তিনি তার নিজ নিজ লাইনে চিন্তা করবেন, তাদের চিন্তার খোরাক দিলাম।
কিন্তু আম ব্লগার, যারা তৃতীয় ক্যাটাগরিতে পড়েন, তাদের কাছে প্রশ্ন,
"আপনি দৈনিক কয় কাপ চা খান?"
বাংলাদেশ: চা রপ্তানিকারক থেকে চা আমদানীকারক....আপনি দৈনিক কয়কাপ চা খান?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
ট্রাম্প ভাইয়ের প্রেসিডেন্সিয়াল টিমের সদস্য এর মধ্যে এই তিন জন সদস্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম জন হলো: জেডি ভান্স, উনি মেবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভদ্রলোকের বউ আবার ইন্ডিয়ান হিন্দু। ওনার নাম উষা ভান্স। পেশায় তিনি একজন অ্যাডভোকেট।
দ্বিতীয় জন হলো বিবেক রামাস্বামী। এই ভদ্রলোক আরেক... ...বাকিটুকু পড়ুন
দেশে ইসলামি আইন প্রতিষ্ঠা করা জরুরী?
বিশ্ব ইসলামের নিয়মে চলছে না।
এমনকি আমাদের দেশও ইসলামের নিয়মে চলছে না। দেশ চলিছে সংবিধান অনুযায়ী। ধর্মের নিয়ম কানুন মেনে চললে পুরো দেশ পিছিয়ে যাবে। ধর্ম যেই সময় (সামন্ত... ...বাকিটুকু পড়ুন
আসল 'আয়না ঘর' থাকতে রেপ্লিকা 'আয়না ঘর ' তৈরির প্রয়োজন নেই।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য ৫ই আগস্ট সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে অসংখ্য মানুষ কে... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি হাজার কথা বলে
আগস্টের ৩ তারিখ আমি বাসা থেকে বের হয়ে প্রগতি স্মরণী গিয়ে আন্দোলনে শরিক হই। সন্ধ্যের নাগাদ পরিবারকে নিয়ে আমার শ্বশুর বাড়ি রেখে এসে পরদিনই দুপুরের মধ্যেই রওনা হয়ে যাই। আগস্টের... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। নিজের বানানো টেলিস্কোপ দিয়ে কালপুরুষ নীহারিকার ছবি
ঢাকায় নিজের বাসার ছাদ থেকে কালপুরুষ নীহারিকার ছবি তুলেছেন বাংলাদেশি অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন। যে টেলিস্কোপ দিয়ে তিনি এই ছবি তুলেছেন, সেটিও স্থানীয় উপকরণ ব্যবহার... ...বাকিটুকু পড়ুন