সরকারের দলীয় আদর্শের সঙ্গে মিল রেখে মন্ত্রণালয়ের সচিবদের কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সচিবদের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স বাড়ানোর বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হলেও এ বিষয়ে কোনো আশ্বাস দেননি প্রধানমন্ত্রী। এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাজারে মূল্য বৃদ্ধির ব্যাপারে সজাগ থাকতে সচিবদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কুচক্রিমহল কৃত্রিম সংকট দেখিয়ে যাতে বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সচিবদের সাথে এ বৈঠক শুরু হয় দুপুর ১২টায়। বৈঠক শেষ হয় বিকেল সোয়া তিনটায়।
সোয়া তিন ঘন্টা স্থায়ী এ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজের সঙ্গে আমাদের দলীয় আদর্শের মিল থাকতে হবে। তিনি সচিবদের উদ্দেশ্যে বলেন, দল কীভাবে চলে আপনারা তা জানেন না। আমাদের দলের বিভিন্ন শাখা-প্রশাখা রয়েছে, বিভিন্ন কমিটি রয়েছে, বিভিন্ন কমিটির নেতা-কর্মীরা রয়েছেন, তাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে। তারা সভা-সেমিনার করেন। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমাদের দশ বছর মেয়াদি আর্থিক পরিকল্পনা রয়েছে। সেটার ভিত্তিতে সরকার চলছে কি না তা মূল্যায়ন করতে হবে। আর সেজন্য দলীয় আদর্শের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে সকলকে কাজ করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। এর পর সচিবরা তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি তার দীর্ঘ বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তার উপদেষ্টা এইচটি ইমাম বক্তব্য রাখেন এবং শেষে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ সমাপনী বক্তব্য দিয়ে বৈঠক শেষ করেন।
বৈঠকে সবচেয়ে সময় ধরে আলোচনা হয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স বৃদ্ধি। সচিবরা তাদের বক্তব্যে এ বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। স্বাগত বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, তাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বয়স বাড়ানোর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দিক-নির্দেশনা চান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম তার বক্তব্যে এ প্রসঙ্গে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে চাকরির মেয়াদ এক বছর বাড়ানো যেতে পারে এবং পর্যায়ক্রমে তা ৬০ বছরে উন্নীত করা যেতে পারে। এতে বেকার তরুণদের কর্ম সংস্থানের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনপ্রশাসনে কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং জবাবদিহীতা বৃদ্ধির জন্য সিভিল সার্ভিস এ্যাক্ট বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। ১৩৩টি অনুচ্ছেদের এ সিভিল সার্ভিস এ্যাক্ট বাস্তবায়িত হলে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনপ্রশাসনে জবাবদিহিতা বাড়বে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া কর্মকর্তাদের প্রশাসনিক মান উন্নয়নের জন্য পারফরমেন্স বেইসড সিস্টেম ব্যাপক হারে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি কর্মকর্তাদের মান উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজ করবে। সরকারি চাকরির বয়স বাড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বয়স বাড়ানোর ইতিবাচক ও নেতিবাচক দুটো দিকই রয়েছে। বয়স বাড়ানো হলে আমরা সিনিয়র কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হতে পারব অন্যদিকে, এর ফলে বেকার তরুণদের কর্মসংস্থানের পথ রুদ্ধ হবে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স বৃদ্ধির পথ বন্ধ হয়ে গেল।
সূত্র
দলীয় আদর্শের সঙ্গে মিল রেখে সচিবদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
ট্রাম্প ভাইয়ের প্রেসিডেন্সিয়াল টিমের সদস্য এর মধ্যে এই তিন জন সদস্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম জন হলো: জেডি ভান্স, উনি মেবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভদ্রলোকের বউ আবার ইন্ডিয়ান হিন্দু। ওনার নাম উষা ভান্স। পেশায় তিনি একজন অ্যাডভোকেট।
দ্বিতীয় জন হলো বিবেক রামাস্বামী। এই ভদ্রলোক আরেক... ...বাকিটুকু পড়ুন
দেশে ইসলামি আইন প্রতিষ্ঠা করা জরুরী?
বিশ্ব ইসলামের নিয়মে চলছে না।
এমনকি আমাদের দেশও ইসলামের নিয়মে চলছে না। দেশ চলিছে সংবিধান অনুযায়ী। ধর্মের নিয়ম কানুন মেনে চললে পুরো দেশ পিছিয়ে যাবে। ধর্ম যেই সময় (সামন্ত... ...বাকিটুকু পড়ুন
আসল 'আয়না ঘর' থাকতে রেপ্লিকা 'আয়না ঘর ' তৈরির প্রয়োজন নেই।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য ৫ই আগস্ট সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে অসংখ্য মানুষ কে... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি হাজার কথা বলে
আগস্টের ৩ তারিখ আমি বাসা থেকে বের হয়ে প্রগতি স্মরণী গিয়ে আন্দোলনে শরিক হই। সন্ধ্যের নাগাদ পরিবারকে নিয়ে আমার শ্বশুর বাড়ি রেখে এসে পরদিনই দুপুরের মধ্যেই রওনা হয়ে যাই। আগস্টের... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। নিজের বানানো টেলিস্কোপ দিয়ে কালপুরুষ নীহারিকার ছবি
ঢাকায় নিজের বাসার ছাদ থেকে কালপুরুষ নীহারিকার ছবি তুলেছেন বাংলাদেশি অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন। যে টেলিস্কোপ দিয়ে তিনি এই ছবি তুলেছেন, সেটিও স্থানীয় উপকরণ ব্যবহার... ...বাকিটুকু পড়ুন