আগের পর্বঃ যুবক ও অবিবাহিত ভাইদের জন্য

জীবন থেকে নেয়াঃ মোখলেসের প্রথম বিবাহ...!
যাদের বিবিধ মেয়েলী সমস্যা আছে এবং যাহারা বাড়াবাড়ি রকমের নারীবাদী; তাহাদের জন্য এই পোস্ট নহে. তাহারা দূরে গিয়া মরুন! কেবলমাত্র বিবাহযোগ্যা প্রজননক্ষম তরুনী বা যুবতীদের জন্য ইহা বিশেষ পাঠ্য। অন্ততঃপক্ষে যদি আগামী শীতে 'বর' নামক পুরুষের লোমশ বুকে নিজেকে সঁপিয়া দিয়া ওম লইতে চান আর কী



লম্বা পাত্রঃ প্রাগ ঐতিহাসিক আমলে বন্যপ্রানী ও প্রতিকূল পরিবেশ হইতে রক্ষার জন্য দীর্ঘাকায়, সুঠামদেহী পুরষের চাহিদা ছিল। সেটাই জিনে থাকার দরুন, বর্তমান সমাজেও আপনি লম্বাকে একটি গুণের মাঝে নিয়া আসিয়াছেন, নাকি আপনি দৈহিক উচ্চতার সাথে অন্য কোন দৈর্ঘ্যের সম্পর্ক আছে বলিয়া ভাবিতেছেন


সুঠামদেহী পাত্রঃ না না না...কোন ভাবেই পাত্রের ভুড়ি থাকা যাইবে না। তাকে হইতে হইবে নিপাট, যাতে শার্ট পড়িলে বুক-পেট টানা দিয়া থাকে!



অল্পবয়ষ্ক স্বাবলম্বী পাত্রঃ ইহা একটি চরম স্ববিরোধী পছন্দ! আপনি একই সংগে কচি আবার পাত্তিওয়ালা পুরুষের সন্ধানে আছেন! তবে, পাত্র যদি অল্প বয়সেই পাত্তিলাভ করে তবে তা তাহার পিতৃসম্পত্তি / শেয়ার মার্কেট /দুই নম্বরী হইতে প্রাপ্ত! কারণ, আপনার স্বামী যে বিল গেটস বা জুকারবার্গ নয় তা বঙ্গদেশের সবাই জানে



চরম শিক্ষিত পাত্রঃ পিএইচডি হোল্ডার আপনার এক নম্বর পছন্দ! বুক ফুলাইয়া বান্ধবীকুলের কাছে বলিবেন, আমার হাব্বি আইভি লীগ হইতে পিএইচডি, নাসায় জব করে...ভাবিতেই আপনি শিহরিত বোধ করেন! তবে এইরুপ পাত্র ঘর অপেক্ষা ল্যাব-লাইব্রেরীকে অধিক গুরুত্ব দিবে, আপনাকে নটি জোকস শুনাইতে বা শুনিলেও বুঝিতে অপারগতা প্রকাশ করিবে, আপনার বাহারি অর্ন্তবাস তাহার শরীরকে জাগাইবে না নিশ্চিত! মাঝরাত্তিরে বিছানায় ঘাম ঝরানো তাহার কাছে কেবল শক্তির অপচয় কিংবা রুটিন জব মনে হইবে


বয়ষ্ক, কিন্তু ধনী পাত্রঃ পুরুষ মানুষের আবার বয়স কী? - আপনার দাদীর আর কোন উপদেশ না মানিলেও এটিকে বেদবাক্য বিবেচনা করেন


সামাজিক স্ট্যাটাসযুক্ত পাত্রঃ পাত্র কমিশনারের ভাতিজা, দাদা ছয়বার সংসদ সদস্য...! এইপাত্র আপনার চাই ই চাই! অন্যান্য আত্মীয়-স্বজনের চাইতে যোজনখানেক আগাইয়া থাকিবেন! এই প্রকারের বর আপনাকে সাংসারিক জীবনে কী সুখ দিবে তা নিশ্চিত নয় তেব বহুবিধ প্যারা যে দিবে তা চোখ বন্ধ করিয়া বলা যায়। এইসকল পাত্র মায়ের ন্যাওটা হয়, আঁচলে আঁচলে থাকিতে অভ্যস্ত, কিঞ্চিত বখাটেপনা থাকে! ঘরের চাইতে বাইরে মন থাকে বেশী। খানাপিনা মনপছন্দ না হইলে আপনার খবর আছে, বউ-শাশুড়ীর স্নায়ু যুদ্ধ খুবই কমন এসকল পরিবারে! তারপরও যদি শশুড়বাড়ীর পরিচয়ে পরিচিত হইতে চান, তবে বিবিধ শংকা মাথায় লইয়া অগ্রসর হওয়াটাই উত্তম!

ইমিগ্রান্ট পাত্রঃ দেশে থাকতে চান না, তাই এনআরবি খুঁজিতেছেন? ঐ পাত্র সম্পর্কে আপনি কি আদৌ কিছু জানেন? জানিলেও খুব কমই জানেন! ইমিগ্র্যন্টের দুই প্রকার রহিয়াছে! এক, যাহারা জন্ম বা বাল্যকাল হইতেই সেথায় বসবাসরত আর দুই, দেশী মাল মধ্যবয়সের অতিথি পাখী হইয়াছে! যে প্রকারই হউক না কেন, আপনি সেখানে গিয়া কতখানি কোপ করিতে পারিবেন তা সময়ই বলিবে! বিদেশ সম্পর্কে আপনার ধারণা যদি কেবল টরেন্ট মুভি দেখিয়া হইয়া থাকে তবে বাদ দিন! ভাবিতেছেন, কতই না সুখ! বিচে সান বাথ করিবেন, সমুদ্রে স্নর্লিং করিবেন, বরফের মধ্যে স্কিইং করিবেন, ছুটিতে ডিজনি ল্যান্ডে যাইবেন, সাবওয়েতে বার্গার কামড়াইবেন...ব্লা ব্লা ব্লা



নির্দিষ্ট পেশার পাত্রঃ আপনি গোঁ ধরিয়াছেন আপনার হাব্বি ইঞ্জিনিয়ার/আইবিএ গ্রাজুয়েট/এমএনসির কর্মকর্তা/এমবিএ/ডাক্তার/বিলাত ফেরত ব্যারিস্টার ব্লা ব্লা ব্লা হইতেই হইবে...! কিন্তু কেন? কারণ অনুসন্ধানে জানা যায়, আপনার বান্ধবীদের হাব্বিরা উপরোক্ত পেশায়, কাজেই আপনাকে তাদের 'সমকক্ষতা' লাভ করিতে হইবে! কোন নির্দিষ্ট পেশার পাত্রের দিকে ঝুঁকিবার আগে সেই পেশা সম্পর্কে হোমওয়ার্ক করিয়া তাহার প্রস এন্ড কনস গুলা জানিতে হইবে! নতুবা পছন্দসই পেশার পাত্র মিলিলেও বিবাহ পরবর্তী জীবনে আপনার অভিযোগের খাতা ভারী হইতেই থাকিবে। বরের পেশার সাথে আপনার সুখী সাংসারিক জীবনের যে কোন সর্ম্পক নাই, তাহা আগে আপনাকে মানিয়া নিতে হইবে, নতুবা আপনার বান্ধবীরা ভাল থাকিলেও আপনি অন্ধ অনুকরনের দরুণ মনোঃপীড়ায় ভুগিতে পারেন।

আপনার পরিবার সামলানঃ আপনার পরিবার আপনার অবিবাহিত জীবনের সবচাইতে বড় বাধা এবং বিবাহ বিলম্বিত হইবার সবচাইতে বড় কারণ! তাহারা পাত্রর খোঁজ করেন ত্রিশ বছর আগের ধারণা লইয়া, মিলাইয়া দেখেন আশপাশের বন্ধুদের জামাইদের সহিত, বিচার করেন অদ্ভুত সব উদাহরণ দিয়া, পছন্দ করেন কোন যৌক্তিক কারণ ছাড়াই! তাহাদের পছন্দের উপর ভরসা করা কঠিন! আর আপনি যদি কিঞ্চিত ফর্সা-লম্বা-সুন্দরী (কোন যোগ্যতা না থাকলেও) হন, তবে আপনার বাবা-মা'র তো আর পাত্রই পছন্দ হয় না! কন্যাকে রানী এলিজাবেথ ভাবিয়া রাজার সন্ধান করেন। একটু 'ভাল পাত্র' মিলিলে 'আরও একটু' ভাল পাত্রের সন্ধান করেন...এই ভালোর কোন শেষ নাই! তাহারা অতি তুচ্ছ কারণে যোগ্য পাত্রকে বাতিলের খাতায় ফেলিয়া দেন


অবশেষে, আপনি আসলে কী চান? এইখান মিলিয়ন ডলার কোশ্চন! উত্তর আপনি নিজেও জানেন না! আপনার মাঝে মাঝে মাঝে মনে হয় সবই চাই, আবার ক্ষণিক পরে মনে হয় কিছুই চাই না - বাবা-মা যা বলিবেন তাহাই- শিরোধার্য! আবার তাহারা পছন্দ করিলে নাক সিঁটকাইবেন...তখন এমুন না উমুন, এইটা না ওইটা, মাথায় চুল কম, পেট একটু মোটা, হাইট কম কম লাগে, দৃষ্টি ভাল নহে, স্মার্টনেস নাই, ড্রেস সেন্স কম, ছোট ভাই-ছোট ভাই লাগে ইত্যাদি ইত্যাদি! আসেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি! আপনার যে সকল বিষয় বিবাহে প্রাধান্য পাইবে তার প্রায় সবই ক্ষয়িষ্মু; সময়ের সংগে সংগে আপনার রুপ-যৌবন-দেহ সবই কুঞ্চিত হইয়া যাইবে! আর পুরুষের প্রধান্য বিষয়গুলো; কেরিয়ার, সম্পদ, সেন্স অফ সিকিউরিটি সবই বহুতগুণে বাড়িয়া যাইবে (স্বাভাবিক ক্ষেত্রে)। আপনার যৌবন হইলো কচু পাতার পানির মত, দেখিতে দেখিতে কখন যে ঝরিয়া যাইবে বুঝিবারও সময় পাইবেন না! ১৯৯১ এ 'লাভ' ছবির নায়ক সালমান খান আজ অব্দি নায়ক থাকিলেও নায়িকা রেবতী কিন্তু আলিয়া ভাটের মায়ের চরিত্রে আসিয়া গিয়াছে! যাহার জন্য বড়াই করিবেন তা ক্ষণিকের, আর যা আপনি চান না তাহাই আমৃত্যু থাকিবে। তাই বলি কী দিদি, এমন কাউকে বাছিয়া লউন যিনি আপনার যৌবনের মোহ কাটিয়া গেলেও আপনাকে ভালবাসিবেন। আপনি যে বর খুঁজিতেছেন তাহারা আপনার পাণিপ্রার্থী হইবার জন্য আপনার দুয়ারে লাইন দিয়াছে কেন জানেন? ওনারা বিবাহের বাজারে সহজলভ্য! কিন্তু বাস্তব জীবনে দরকার ভাল মনের একজন মানুষ যাহার সংগে দীর্ঘকাল সংসার করিবার পরও মনে হইবে সেদিন তো মাত্র কাবিন করিলেন! যিনি আপনাকে সুসময় কী দুঃসময়-আগলাইয়া রাখিবেন! এঁদেরকে আপনার খুঁজিয়া-চিনিয়া নিতে হইবে! তবেই পাইবেন! সকলের জীবন আলাদা আলাদা, জীবনের গল্পও আলাদা। তাই পরের সাথে অহেতুক তুলনা করিয়া নিজের জীবনের মূলবান সময় নষ্ট করিবেন না! আজ আপনার পাশে সবাই আছে, দশ বছর পরে এরা কেউই আর থাকিবে না। আপনার সংসার-আপনার সমস্যা, আপনাকেই টানিতে হইবে। কাজেই অন্যের পছন্দ নিজের বলিয়া ভাবিয়া ভুল করিবেন না। পস্তাইলে আপনি একাই পস্তাইবেন আর সুখী হইলে সকলেই নিয়াই সুখী হইবেন। তবে চলুন, আসছে শীতে আপনার বিবাহের পাত্র বাছাই শুরু করা যাক!
আগের পর্বঃ যুবক ও অবিবাহিত ভাইদের জন্য

জীবন থেকে নেয়াঃ মোখলেসের প্রথম বিবাহ...!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯