ছবিটি লক্ষ্য করে দেখুন...দুই মাসের একটি শিশুকে আপনারা কিভাবে চাকার নিচে ফেলে পিষ্ট করছেন! উপরের ছবিটিতে আপনিও থাকতে পারেন...চাকার নিচের শিশুটি আপনারও হতে পারে...ভেবে দেখুন একবার!!
আপনার সমস্যাটা কি একটু বলবেন? রাস্তায় চলতে আপনার প্রবলেমটা কি?? রাস্তার আদব বলতে কিছু জানেন কি? বেয়াদব কোথাকার!


রাস্তা ধরে চলতে পারেন না আপনি? একটু জ্যাম দেখলেই ফুটপাথে তুলে দেন। ফুটপাথে যারা হাঁটে তাদের কি গরু-ছাগল মনে করেন? আপনি কোথাকার কোন কুতুব যে দশ মিনিট সিগন্যালও আপনার সয় না? সবাই, এমন কি এম্বুলেন্স পর্যন্ত যখন দাঁড়িয়ে থাকে তখনও আপনার চিপা দিয়ে মোচড়া-মোচড়ি করে বাইক ঢুকাতে হয়। বলি কোথাকার কোন এমডি, ডিরেক্টর আপনি? ফুটপাথের লোকদের হর্ন দিয়ে কাজ না হলে ধাক্কা দিয়ে চলেন আপনি। আবার উল্টা ঝাড়ি নেন..."ওই মিয়া হর্ন দেই কানে শুনেন না?" ইচ্ছা করে লাথি দিয়ে আপনাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দেই




ভুলেই গিয়েছিলাম...আপনি তো আবার রং সাইড দিয়েও চলেন





আপনি কি জানেন, আপনি বাবা, ভাই, স্বামী, প্রেমিক নামের কলঙ্ক! বাইকে বসার সময় আপিন ঠিকই নিজের নিরাপত্তার জন্য হেলমেট পড়েন। কিন্তু আপনার পেছনে অসহায়ভাবে বসা আপনার স্ত্রী, প্রেমিকা কিংবা ভাই বা বন্ধুকে কি পড়তে দেন? আপনার সামনে বসা সন্তানের জন্য কি নিরাপত্তার কথা ভেবেছেন আপনি? ঠিকই তো নিজেরটা ভেবেছেন! আপনার কারনে...হ্যাঁ আপনার কারনেই কোন দূর্ঘটনা ঘটলে সব মরে ভূত হয়ে যাবে। কিন্তু আপনি ঠিকই টিকে যাবেন। যে স্ত্রী পরম নির্ভরতায় আপনাকে ধরে বসে আছে কিংবা যে শিশু তার বাবার ভরসায় বাইকে চড়ে চলন্ত পৃথিবীকে দেখছে...তারা কি জানে আপনি কত বড় স্বার্থপর, ভন্ড? এদের নিরাপত্তার কথা বিন্দুমাত্র না ভেবে আপনি এদের নিয়ে উঠে যাচ্ছেন ফুটপাথে, চালাচ্ছেন রং সাইডে। আপনি তাদের ভালবাসা পাবার যোগ্য নন। ধিক্ আপনাকে


দেখুন আপনার মৃত্যু কিভাবে হবে...আপনার মৃত্যু পৃথিবীকে ভারমুক্ত করবে...মানুষের পথচলা করবে নির্বাধ। এবং এর জন্য আপনিই, কেবলমাত্র আপনিই দায়ী থাকবেন।
দয়া করে আপনার অন্যায়ের পক্ষে সাফাই গাইতে পোস্টে মন্তব্য করবেন না। ধন্যবাদ

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮