এই আমি খুব খারাপ
সত্যি বলছি, এই আমি খুব খারাপ
শেষ কবে দেখেছো আমায় গান শুনতে?
শেষ কবে দেখেছো আমায় গুনগুন করে গান গাইতে?
দেখোনি, তাইনা বলো? সত্যি করে বলো...বলবে কি?
ঠিক আছে, নাই বা বললে আমায়, তবুও আমি জানি ...
এই আমি খুব জঘন্য
সত্যি বলছি, এই আমি খুব জঘন্য
পড়িনা নতুন বই, লিখিনা নতুন ব্লগ
রচিনা নতুন কবিতা তোমায় নিয়ে
দেখিনা নতুন চলচ্চিত্র, করিনা কোন গঠনমূলক আলোচনা
শুধুই চুপ করে থাকি আর দেখাই সময়ের অজুহাত ।
এই আমি খুব অমানুষ
সত্যি বলছি, এই আমি খুব অমানুষ
সারাক্ষণ কর্মচিন্তা, অর্থচিন্তা পঙ্গু করে দিয়েছে আমায়
ছুটেছি মরীচিকার পিছে, সময়জ্ঞানকে করেছি তুচ্ছ
নিয়ম-শৃঙ্খলাকে দেখিয়েছি বৃদ্ধাঙ্গুলি বহুদিন
হয়েছি ছন্নছাড়া ।
এই আমি খুব অসহ্য
সত্যি বলছি, এই আমি খুব অসহ্য
জেদের বশে করি অনিয়ম প্রতিনিয়ত
তিলে তিলে করে চলেছি নিজেকে নিঃশেষ
বিশ্বাস করো, মোটেই চাইনা এমন করতে
শুধুই চেয়েছি ভালোবাসা, হতে চেয়েছি তোমার শেষ আশ্রয়।
এই আমি খুব ছেলেমানুষ
সত্যি বলছি, এই আমি খুব ছেলেমানুষ
অকারণে কত যে করেছি রাগ-অভিমান
কাটিয়েছি বিনিদ্র রজনী, করেছি অশ্রু-বিসর্জন
তবু কি পেয়েছি তোমার মন?
নাহ, পাইনি, সত্যি করে বলো ... আমি জানি ...