চারিদিকে এত আলো, এত প্রাণের স্পন্দন
রুক্ষ শীতের হিমেল পরশেও ঘটেনা ছন্দপতন ।
ওই যে কান পেতে শোনো দূরের পাখির কলকাকলি
ওদের কুজন জানিয়ে দিচ্ছে বসন্তের আগমন-ধ্বনি ।
আর মনের মাঝে বাঁজছে সেই দিনের প্রতিধ্বনি
হৃদয়ের আঙিনায় আজ শুধু সেই দিনের প্রতীক্ষা
আসছে সেই শুভক্ষণ, যার জন্য আজ এত আয়োজন
এত কোলাহলের ভিড়ে মনের বাঁধনে বাঁধা পড়েছে দুজন ।