সারাবেলা মন পড়ে থাকে মুঠোফোনে
অপেক্ষায় থাকি কখন বাজবে sms রিংটোন
মনের দর্পণে আঁকা তোমারি হাসিমাখা মুখ ।
হায়! কেউ বলো এ কি হয়েছে আমার?
এ কি স্বপ্নের সাথে হেঁটে চলা, স্বপ্নের সাথে কথা বলা
ওগো কোন জনমের পুণ্যফল তুমি?
হে স্বর্গের দেবী, করি তোমারি বন্দনা
শুধু ভালোবাসি তোমায়, করি তোমারি প্রতীক্ষা ।