শিরোনাম দিতে আমি প্রায়শই ভুল করি । সত্যি কথা বলতে কি, লেখালিখি করা তো আর আমার কাজ না । যখন মাথায় নতুন আইডিয়া আসে, তখনই ব্লগ লিখতে খুব ইচ্ছে করে । কিন্তু শিরোনাম চিন্তা করতে গেলে গায় জ্বর আসার উপক্রম হয় । আজকের পোস্টের শিরোনাম হওয়া উচিত ছিল 'লিজার প্রত্যাবর্তন' । কিন্তু হাজার হলেও সিক্যুয়াল পোস্ট তো, তাই আর পরিবর্তন করা সম্ভব হল না । তবে এটাকে সিনেমার নামের সাব-টাইটেল হিসাবে চিন্তা করলে বোধহয় মন্দ হবে না।
প্রায় একমাস হতে চলল রবিনের কোন সাড়াশব্দ নেই । কি হল? কি হল? সে কি হারিয়ে গেল ? আর লিজাই বা কোথায় মিলিয়ে গেল ? নাহ, ওরা হারিয়ে যায়নি । ওরা আবার মঞ্চে আবির্ভুত হয়েছে ওদের গল্পের পরবর্তী অংশগুলো নিয়ে। ওদের জন্য আগাম শুভকামনা নিয়ে শুরু করলাম ।
[ বি.দ্র: রবিনের সাথে যাদের পরিচয় নেই তারা অনুগ্রহপূর্বক এই লিংকগুলোতে রবিনের গল্প -১ এবং রবিনের গল্প -২] যেতে পারেন ।
একসময় ভেবেছিলাম এই গল্প অসমাপ্তই রাখব । কিন্তু কি আর করা - পাঠকদের অনুরোধ তো আর আমি ফেলতে পারি না । তাই আবার জোর করে রবিনকে মাঠে নামালাম । বেচারা রবিন!
লিজার সাথে বিচ্ছেদ বুঝি সাময়িক দুর্ঘটনাই ছিল । তা না হলে কেন এমন হবে? রবিনের তো কোন দোষ ছিল না । আর লিজার ? লিজাই বা কেন এমন অদ্ভুতভাবে চলে যাবে?তাহলে দোষটা কি শুধু লিজারই ছিল?
নাহ, কিছু অনভিপ্রেত ভয়, আশংকা আর ফেলে আসা অতীতের কিছু তিক্ত স্মৃতিই লিজাকে বাধ্য করেছিল রবিনের মন ভেঙে দিতে । ও চায়নি রবিনকে নিয়ে খেলতে । কিন্তু আশেপাশের কিছু ছদ্মবেশী শুভাকাঙ্খী মানুষেরা যখন তাদের বিষাক্ত ছোবলগুলো দিতে শুরু করল, তখন আর কি-ই বা করার উপায় ছিল লিজার! প্রায় জোর করেই
"নাহ, আর নয় । আমাদের মধ্যে এতদিন যে সম্পর্ক চলছিল তা এ পর্যন্তই থাকুক " - এ কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল ও । আর ওই মুহূর্তে রবিনের মনের যে কি অবস্থা হয়েছিল তা শুধু ওই বলতে পারবে, আমার পক্ষেও বর্ণনা করা সম্ভবপর নয় ।
তবে বিধাতা আবারও হাসলেন এবং মুখ তুলে চাইলেন । মাত্র দুদিনের ব্যবধানেই মেঘলা আকাশটা আবার আগের মত পরিষ্কার হয়ে গেল । কারণ, ওরা দুজনই জানত, ওরা একজন আরেকজনকে খুবই মিস করছে। সেই রাতে অনেকক্ষণ লিজার সাথে কথা হল রবিনের । আর তারই উপসংহারে আজ ওরা আগের মতই। নাহ, মোটেই না, বরং আগের চেয়ে আরও দৃঢ়। বিপদে-আপদে, সুখে-দুঃখে ওরা একে অপরের বন্ধু । শুধুই কি বন্ধু? উহু, শুধুই বন্ধু নয় । তাহলে ? এ যেন সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করল ।
মাঝে ওদের উপর দিয়ে বেশ কিছু ঝড় বয়ে গেছে । তবে ওদের বিশ্বাসে চিড় ধরাতে পারেনি এতটুকুও । সামনে আরও অনেক অনেক বড় পরীক্ষা বাকি। নিজেদের প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ আজ ওদের সামনে । ওদের জন্য তাই রইল অনেক অনেক শুভকামনা। (অসমাপ্ত)
[ বি.দ্র : নাহ, আজকেও পারলাম না গল্পের শেষ করতে । ভবিষ্যতে সময় পেলে চেষ্টা করব শেষ করার । সবাই ভালো থাকবেন । এ শুভকামনায় শেষ করছি । ]