এখন আমার আর কোন জানালা খোলে না
চারিদিকে দেখি শুধু ধূষর কালো অন্ধকার
অথচ সূর্য পোড়ায় মাংসের শরীর
অন্ধকার যেমন পোড়ায় ভেতর।
অনাহারী পাথুরে পাহারের মত,
বদ্ধ পুকুরের মত-
আমার সবকিছু এখন সুনির্দিষ্ট স্থির,
সব কিছু বন্টিত,
সব উপকূল সব জলের দ্রাঘিমায়
এখন ফ্রিগেট সাবমেরিন ওয়ারহেড এর ভীষণ পাহারা,
সীমান্তে সুউচ্চ দেওয়াল!
অনুকূল বসন্তের নিশ্চিত স্বপ্নে মাটির গভীরে ঘুমাতে পারে ঘাসের বীজ,
পথের ধারে দাড়ি গোঁফের ঝূপরী নামিয়ে অপেক্ষায় থাকতে পারে শতবর্ষী বট ও
অথচ আমার কোন অপেক্ষা থাকে না,
কোন স্বপ্ন থাকে না আগামীর!
এখন আমার, আর কোন জানালা খোলে না।