
বেশ কিছুদিন ধরেই ব্লগে পোস্ট দিব দিব করেও হয়ে উঠছিল না।কিছুটা অনিশ্চয়তা আর সিদ্ধান্থীনতায় ভোগার জন্যও এটা হচ্ছিল।
অবশেষে আরেকটি কাজ শুরু করলাম।যারা আমাদের পথশিশুদের নিয়ে আগের প্রোগ্রামটা সম্পর্কে জানেন না,তারা দেখতে চাইলে এখানে টিপি দেন
পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট।
যাইহোক,এত ভূমিকা না করে আসল কথায় আসি।রংপুরের দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র দিতে যাচ্ছি। ২৮ ডিসেম্বরের মধ্যে দেয়ার ইচ্ছা আছে।বাকিটা আল্লাহর ইচ্ছা।
প্রথমে প্ল্যান ছিল ঢাকার ভেতর শীতবস্ত্র বিতরণ।কিন্তু ঢাকার চেয়ে উত্তরবন্গের মানুষ শীতে কষ্ট পায় বেশি।আর সেখানে সীমাহীন অভাব হাঁ করে বাঁধা দেয় যেকোন প্রয়োজন মেটাবার পথে।তাই রংপুর সিলেক্ট করা।যথারীতি এবারও যাতায়াত সহ আনুষন্গিক খরচ আমাদের।ডোনেশনের টাকা পুরোটাই শীতবস্ত্র কেনায় খরচ হবে।(টাকা ও পুরনো শীতবস্ত্র দুটোই গ্রহণযোগ্য)।
আমাদের গত প্রোগ্রামে ১৭,০০০ টাকা জমা হয়েছিল শেষ পর্যন্ত।কিন্তু এবার আরো বেশি প্রয়োজন।গতবার ২৯০ টা বাচ্চার জামা কিনতে এই পরিমাণ টাকা খরচ হয়েছিল।কিন্তু এবার তো শীতবস্ত্র দিব।তাও বড় ছোট মিলিয়ে।
আমাদের আগের প্রোগ্রামের অবজেকটিভ ছিল বাচ্চাদের ঈদের আগে নতুন জামার খুশি উপহার দেয়া।এবারের উদ্দেশ্য ভিন্ন।এবার মানুষের কষ্ট কমাতে,প্রয়োজন মেটাতে যাচ্ছি।তাই এবার সব শীতবস্ত্র পুরনো দেয়া হবে।যেগুলো কেনা হবে সেগুলোও পুরনো।
আর আমাদের মূল উদ্দেশ্য সচেতনতা সৃষ্টি।আমরা চাই সবাই এমন উদ্দ্যোগ নিক,কিন্তু যারা ঝামেলায় যেতে চান না তাদের হয়ে আমরা কাজটা করে দিচ্ছি।আর যারা ব্যক্তিগত উদ্দ্যোগে অল্পকিছু জামাকাপড় দেন,তারাও চাইলে আমাদের ফান্ডে দিতে পারেন।কারণ আপনাদের উৎসাহ, সহযোগীতা আর শুভ কামনাই আমাদের পথ চলার অসীম প্রেরণা।

Contact info : (to donate and for any kind of information)
E-mail address: nishchup.nirobota@yahoo.com
Cell no.: 01911514333
ঢাকার বাইরে থেকে যদি কেউ ডোনেট করতে চান,সেজন্য ব্যাংক একাউন্ট নং
মোঃ আব্দুর রাজ্জাক
সঞ্চয়ী হিসাব নং-৪২৬৯
ইসলামী ব্যাংক, মোঃপুর কৃষি মার্কেট শাখা।
ঢাকা-১২০৭
যেকোন জায়গা থেকে এই একাউন্টে টাকা জমা করলেই চলবে।শুধু ডোনেট করার পর আমাকে টাকার পরিমাণটা জানিয়ে দিবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩